A
Poverty
B
Racism
C
Religion
D
War
উত্তরের বিবরণ
ওথেলো একজন “Moor” হওয়ায় ভেনিসীয় সমাজে তাকে বিদেশি ও ভিন্ন জাতি হিসেবে দেখা হয়। তার প্রতি ব্র্যাব্যানশিও ও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি বর্ণবৈষম্যকে প্রকাশ করে। শেক্সপিয়র সমাজে বর্ণগত পূর্বাগ্রহ কিভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করে তা দেখিয়েছেন।

0
Updated: 2 weeks ago
What disguise does Kent use?
Created: 2 weeks ago
A
Shepherd
B
Soldier
C
Beggar
D
Doctor
King Lear-এ রাজা লিয়ারের বিশ্বস্ত ভৃত্য কেন্ট রাজাকে রক্ষা করার জন্য সৈন্যের ছদ্মবেশ নেয়। লিয়ার তাকে নির্বাসিত করলেও, কেন্ট তার আনুগত্যে অবিচল থেকে পরিচয় গোপন করে সেবায় নিয়োজিত থাকে। এই ছদ্মবেশ তাকে রাজাকে কাছে থেকে সাহায্য করার সুযোগ দেয় এবং নাটকের আনুগত্য ও আত্মত্যাগের থিমকে শক্তিশালী করে।

0
Updated: 2 weeks ago
What is the famous line that begins Hamlet’s soliloquy in Act 3, Scene 1?
Created: 3 weeks ago
A
All the world’s a stage
B
To be, or not to be
C
Et tu, Brute?
D
O brave new world
হ্যামলেটের বিখ্যাত মনস্তাত্ত্বিক বক্তব্য বা সলিলক্যু “To be, or not to be” (অর্থাৎ, “অস্তিত্ব থাকা না থাকা”) Act 3, Scene 1 এ শুরু হয়। এটি ইংরেজি নাটকের অন্যতম পরিচিত এবং গুরুত্বপূর্ণ উক্তি। এখানে হ্যামলেট জীবনের দুঃখ-কষ্ট এবং আত্মহত্যার ভাবনায় নিজেকে প্রশ্ন করছে — জীবনে থাকা উচিত কি না, বা মৃত্যু কি জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে কি না।
অন্য বিকল্পগুলো:
-
a) All the world’s a stage – এটি উইলিয়াম শেক্সপিয়রের আরেক নাটক “As You Like It” থেকে।
-
c) Et tu, Brute? – এটি জুলিয়াস সিজারের বিখ্যাত লাইন, যখন সে ব্রুটাসের হাতে হত্যা হয়।
-
d) O brave new world – এটি শেক্সপিয়রের “The Tempest” নাটকের একটি লাইন।
সুতরাং, Hamlet-এর সলিলক্যুর শুরু "To be, or not to be" সবচেয়ে বিখ্যাত এবং সঠিক উত্তর

0
Updated: 3 weeks ago
Who
betrays Othello?
Created: 2 weeks ago
A
Iago
B
Cassio
C
Roderigo
D
Brabantio

0
Updated: 2 weeks ago