A
Jealousy
B
Love
C
Betrayal
D
Power
উত্তরের বিবরণ
“Green-eyed monster” দিয়ে শেক্সপিয়র ঈর্ষাকে বোঝান। ঈর্ষাই নাটকের কেন্দ্রীয় থিম, যা ওথেলোকে অন্ধ করে দেয় এবং ডেসডিমোনার মৃত্যুর দিকে ঠেলে দেয়। Iago এই ঈর্ষার বিষ ঢুকিয়ে নাটকের ট্র্যাজেডি তৈরি করে।

0
Updated: 2 weeks ago
What does Macbeth’s initial reaction to the witches’ prophecy reveal?
Created: 2 weeks ago
A
His hidden desire for power
B
His curiosity about becoming king
C
His readiness to act on ambition
D
His surprise at their knowledge
ভবিষ্যদ্বাণী শুনে Macbeth প্রথমে চমকে ওঠে, পরে চিন্তায় মগ্ন হয়। এই আচরণে বোঝা যায়, রাজা হওয়ার বাসনা আগে থেকেই ছিল, যদিও তা গোপন ছিল। অন্য অপশনগুলো সম্ভবপর হলেও, মূলত এটি লুকানো ক্ষমতালিপ্সার প্রকাশ।

1
Updated: 2 weeks ago
In Hamlet, why does the Prince decide to stage “The Mousetrap” play?
Created: 2 weeks ago
A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To impress Ophelia
D
To distract from Polonius’s death
হ্যামলেট তার চাচা ক্লডিয়াসের অপরাধ প্রমাণ করতে “The Mousetrap” নাটক মঞ্চস্থ করে। নাটকটির কাহিনী তার বাবাকে হত্যা করার ঘটনার সাথে মিলে যায়। ক্লডিয়াসের অস্বস্তি ও প্রস্থান দেখে হ্যামলেট নিশ্চিত হয় যে ক্লডিয়াসই প্রকৃত খুনি। এটি ছিল তার পরিকল্পনার মূল পরীক্ষা।

1
Updated: 2 weeks ago
When was Shakespeare’s Macbeth first published?
Created: 2 days ago
A
1597
B
1606
C
1623
D
1611
Macbeth প্রথম মঞ্চস্থ হয়েছিল প্রায় 1606 সালে, রাজা জেমস প্রথম-এর সময়। কিন্তু নাটকটি ছাপানো আকারে প্রকাশিত হয় 1623 সালে, শেক্সপিয়রের মৃত্যুর সাত বছর পর। তখন তাঁর নাটকগুলির প্রথম সংকলন প্রকাশিত হয়, যা First Folio নামে পরিচিত। তাই নাটকটির প্রকৃত মুদ্রণকাল 1623।

1
Updated: 2 days ago