Why is Gratiano’s presence important at the end of the play?
A
He comforts Othello
B
He kills Iago
C
He inherits Othello’s fortune
D
He takes Cassio’s position
উত্তরের বিবরণ
গ্রাশিয়ানো, ব্র্যাব্যানশিওর আত্মীয়, নাটকের শেষে উপস্থিত থেকে ওথেলোর মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হয়। যদিও তার ভূমিকা ছোট, তবু এই উপস্থিতি নাটকের সমাপ্তি এবং ভেনিসীয় সমাজে শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা বোঝায়।

1
Updated: 2 months ago
Why does Cordelia refuse to exaggerate her love for Lear?
Created: 2 months ago
A
She wants to test her sisters
B
She values truth over flattery
C
She wants to anger Lear deliberately
D
She does not understand politics
কর্ডেলিয়া বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা অতিরঞ্জিত করে প্রকাশ করা উচিত নয়। সে চাটুকারিতা এড়িয়ে আন্তরিকতা বজায় রাখে, যদিও জানে এতে তার উত্তরাধিকার হারানোর ঝুঁকি আছে। এই সততা তার চরিত্রের মহত্ত্ব প্রকাশ করে, কিন্তু লিয়ারের ভুল বোঝাবুঝি ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, যা নাটকের ট্র্যাজেডি গভীর করে।

0
Updated: 2 months ago
What is the Ghost’s main request to Hamlet?
Created: 2 months ago
A
To take the throne
B
To kill Claudius and avenge his death
C
To protect Gertrude
D
To leave Denmark
ভূত Hamlet-কে জানায় Claudius তাকে হত্যা করেছে এবং প্রতিশোধ নিতে বলে, তবে মাকে আঘাত না করতে বলে।

1
Updated: 2 months ago
"What's done cannot be undone." — This quote is from -
Created: 1 month ago
A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear
Macbeth
-
Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy।
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)।
-
বিষয়: King Duncan-কে হত্যা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও করুণ পরিণতি।
-
শুরুতে Three Witches ভবিষ্যদ্বাণী করে Macbeth রাজা হবে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করে।
-
ক্ষমতা ধরে রাখতে আরও হত্যাকাণ্ড ঘটায়।
-
Lady Macbeth পাগল হয়ে মারা যায়।
-
শেষে Macduff-এর হাতে Macbeth নিহত হয় এবং শান্তি ফিরে আসে।
Famous Quotations
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Look like the innocent flower, But be the serpent under it."
William Shakespeare
-
জন্ম: Stratford-upon-Avon।
-
পরিচয়: English poet, dramatist, actor।
-
খেতাব: English National Poet, Bard of Avon।
-
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
চাও কি আমি Macbeth অংশটা আরও timeline আকারে (Step by Step events) সাজিয়ে দিই যেন মনে রাখা সহজ হয়?

0
Updated: 1 month ago