A
She steals it
B
She returns it angrily to Cassio
C
She hides it from Desdemona
D
She gives it to Iago directly
উত্তরের বিবরণ
Bianca, Cassio-র প্রেমিকা, Cassio-র কাছ থেকে রুমালটি পেয়ে রাগে ফেরত দেয়। ওথেলো এটিকে প্রমাণ হিসেবে দেখে বিশ্বাস করে যে রুমালটি ডেসডিমোনা Cassio-কে দিয়েছে। এই ঘটনাই ওথেলোর সন্দেহকে নিশ্চিত করে তোলে এবং ট্র্যাজেডি চূড়ান্ত রূপ পায়।

2
Updated: 2 weeks ago
How does Lady Macbeth die?
Created: 2 weeks ago
A
She is killed in battle
B
She is poisoned
C
She commits suicide
D
Macbeth kills her
Lady Macbeth অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘুমের ঘোরে সে হত্যার কথা প্রকাশ করে। অবশেষে সে আত্মহত্যা করে। এটি তার উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি এবং অপরাধবোধের প্রতীক।

1
Updated: 2 weeks ago
Who says, “I am not what I am”?
Created: 2 weeks ago
A
Roderigo
B
Othello
C
Iago
D
Cassio
নাটকের শুরুতেই Iago এই লাইনটি বলে। সে জানায় তার ভেতরের পরিচয় আর বাইরের পরিচয় আলাদা। এই উক্তি পুরো নাটকের প্রতারণা, ছলনা ও দ্বৈততার প্রতীক। শেক্সপিয়রের ট্র্যাজেডিতে এটি Iago-র মূল চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
How does Emilia contribute to Iago’s downfall?
Created: 2 weeks ago
A
She hides the handkerchief
B
She helps Othello kill Desdemona
C
She exposes Iago’s plot
D
She kills Iago herself
এমিলিয়া নাটকের শেষের দিকে সত্য প্রকাশ করে। সে জানায় রুমালটি আসলে Iago-ই কৌশলে নিয়েছিল। এই সত্য প্রকাশের মাধ্যমে Iago-র প্রতারণা উন্মোচিত হয়। এমিলিয়ার সাহসী ভূমিকা নাটকের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 2 weeks ago