A
He wants wealth
B
He wants revenge on Othello
C
He wants Cassio’s position
D
He wants Desdemona’s love
উত্তরের বিবরণ
রডরিগো ডেসডিমোনার প্রেমে অন্ধ হয়ে Iago-র সব কথা মেনে চলে। Iago তার আবেগ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে অর্থ আদায় করে এবং ষড়যন্ত্রে ব্যবহার করে। ফলে রডরিগো একপ্রকার ভিকটিম হলেও তার সরলতা নাটকের ট্র্যাজেডি বাড়ায়।

1
Updated: 2 weeks ago
Who is named king after Macbeth’s death?
Created: 2 weeks ago
A
Fleance
B
Malcolm
C
Macduff
D
Donalbain
ম্যাকবেথ নিহত হওয়ার পর মালকমকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করা হয়। এটি রাজ্যে ন্যায় ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতীকী মুহূর্ত। মালকম শান্তি ও ন্যায়ের প্রতিশ্রুতি দেয়।

0
Updated: 2 weeks ago
In Act 4, Scene 1, what public action shocks Lodovico?
Created: 2 weeks ago
A
Othello kisses Desdemona
B
Othello tears the handkerchief
C
Othello accuses Cassio
D
Othello strikes Desdemona
Lodovico Desdemona-কে প্রকাশ্যে ওথেলোর চড় মারতে দেখে বিস্মিত ও হতবাক হয়ে যায়। ভেনিসে ওথেলোর ন্যায়পরায়ণ ও শান্ত স্বভাবের ভাবমূর্তি এই দৃশ্যে ভেঙে যায়। এটি ওথেলোর মানসিক অবক্ষয় এবং Iago-র ষড়যন্ত্রের প্রভাব স্পষ্ট করে তোলে।

0
Updated: 2 weeks ago
What does Gonzalo dream of on the island?
Created: 2 weeks ago
A
Kingdom without labor
B
Marriage of Ferdinand
C
Killing Prospero
D
Magic staff
Gonzalo দ্বীপে এক আদর্শ সমাজের স্বপ্ন দেখে, যেখানে শ্রম নেই, আইন নেই, এবং সবাই সুখে বসবাস করে। এই কল্পনা ইউরোপীয় ‘ইউটোপিয়া’ ধারণার প্রতিফলন। Gonzalo নাটকে একজন আশাবাদী ও নৈতিক চরিত্র, যার দৃষ্টিভঙ্গি অন্য চরিত্রদের থেকে ভিন্ন।

1
Updated: 2 weeks ago