A
His drinking problem
B
His gambling
C
His dishonesty
D
His greed
উত্তরের বিবরণ
Cassio সাধারণত সৎ ও বিশ্বস্ত হলেও মদ খেতে পারে না। Iago এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে মাতাল অবস্থায় ঝগড়ায় ফেলে। এর ফলে Cassio পদ হারায় এবং নাটকের কাহিনি এগোয়। এই ঘটনাই ওথেলোর সন্দেহ বাড়ানোর পথ তৈরি করে।

0
Updated: 2 weeks ago
Who gives Macbeth the prophecy of becoming king?
Created: 3 weeks ago
A
Banquo
B
The witches
C
King Duncan
D
Malcolm
উইলিয়াম শেক্সপিয়রের নাটক Macbeth-এ, তিনজন অদ্ভুত চৈতন্যশূন্য ডাইনি (The Witches) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী দেয় যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। তারা বলে,
"All hail, Macbeth! Hail to thee, Thane of Glamis!
All hail, Macbeth! Hail to thee, Thane of Cawdor!
All hail, Macbeth! That shalt be king hereafter!"
এই ভবিষ্যদ্বাণীই Macbeth-এর মনে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় এবং কাহিনির ট্র্যাজেডির শুরু হয়।
Banquo নিজেও ওদের থেকে ভবিষ্যদ্বাণী শোনে, কিন্তু Macbeth-এর রাজা হওয়ার কথা কেবল ডাইনিরাই বলে।
তাই সঠিক উত্তর: b) The witches

1
Updated: 3 weeks ago
Shakespeare's 'Measure for Measure' is a successful ___
Created: 1 week ago
A
tragedy
B
comedy
C
tragi-comedy
D
melodrama
"Measure for Measure"
উইলিয়াম শেক্সপিয়রের লেখা "Measure for Measure" নাটকটি সাধারণভাবে Tragi-comedy হিসেবে বিবেচিত হয়।
-
এতে ন্যায়বিচার, নৈতিকতা এবং যৌন ভণ্ডামির মতো গুরুত্বপূর্ণ ও গম্ভীর বিষয় আলোচনা করা হয়েছে, যা মূলত ট্র্যাজেডির বৈশিষ্ট্য।
-
তবে এর মধ্যে আবার কৌতুকময় উপাদান যেমন বুদ্ধিদীপ্ত শব্দ খেলা, ভুল পরিচয় এবং হাস্যকর পরিস্থিতি আছে, যা কমেডির বৈশিষ্ট্য।
-
নাটকের সমাপ্তিও স্পষ্টভাবে সুখকর বা দুঃখজনক নয়। কেউ তাদের অপরাধের শাস্তি পায়, আবার কেউ পুরস্কৃত হয়। এই ধরনের দ্ব্যর্থক বা অস্পষ্ট সমাপ্তি ট্র্যাজিকমেডির বৈশিষ্ট্য।
-
অর্থাৎ, এটি ট্র্যাজেডি এবং কমেডি—দুটির মাঝামাঝি স্থানে অবস্থান করছে।
সুতরাং, "Measure for Measure" কে Tragi-comedy বলা হয়।

0
Updated: 1 week ago
Why does Macbeth decide to have Banquo killed
Created: 2 weeks ago
A
Banquo is a political threat
B
Banquo’s heirs are prophesied to be kings
C
Banquo might suspect his crime
D
Banquo knows the prophecy
Macbeth আশঙ্কা করে যে ডাইনিদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী Banquo-র সন্তানরা একদিন রাজা হবে। যেহেতু Macbeth-এর নিজের কোনো উত্তরাধিকারী নেই, তাই সে ভাবে, রাজা Duncan-কে হত্যা করে আসলে Banquo-র বংশের জন্যই পথ খুলে দিয়েছে। নিজের সিংহাসন রক্ষা করতে সে Banquo এবং তার ছেলে Fleance-কে হত্যা করার সিদ্ধান্ত নেয়।

1
Updated: 2 weeks ago