Why does Roderigo follow Iago’s schemes?
A
He wants wealth
B
He wants revenge on Othello
C
He wants Cassio’s position
D
He wants Desdemona’s love
উত্তরের বিবরণ
রডরিগো ডেসডিমোনার প্রেমে অন্ধ হয়ে Iago-র সব কথা মেনে চলে। Iago তার আবেগ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে অর্থ আদায় করে এবং ষড়যন্ত্রে ব্যবহার করে। ফলে রডরিগো একপ্রকার ভিকটিম হলেও তার সরলতা নাটকের ট্র্যাজেডি বাড়ায়।

1
Updated: 2 months ago
What object does Iago use to convince Othello of Desdemona’s unfaithfulness?
Created: 2 months ago
A
A letter
B
A handkerchief
C
A necklace
D
Trust
ডেসডিমোনার রুমাল ওথেলো–ডেসডিমোনার ভালোবাসার প্রতীক। Iago এই রুমাল চুরি করে Cassio-র ঘরে রাখে। পরে ওথেলো এটিকে অবিশ্বস্ততার প্রমাণ মনে করে। এই রুমালই নাটকের ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

0
Updated: 2 months ago
What is the ultimate fate of King Lear?
Created: 2 months ago
A
He kills himself
B
He dies grieving over Cordelia’s death
C
He is murdered by Goneril
D
He becomes king again
Lear Cordelia-কে বাঁচাতে ব্যর্থ হয়। তার মৃত্যুর শোকে Lear নিজেও মারা যায়। এই সমাপ্তি ট্র্যাজিক হিরোর পতন এবং মানবীয় বেদনার চূড়ান্ত রূপ প্রকাশ করে। নাটকটি করুণা ও ভয় জাগানোর মাধ্যমে সমাপ্ত হয়।

1
Updated: 2 months ago
Why does Othello call Desdemona a “cunning whore”?
Created: 2 months ago
A
He believes Iago’s lies
B
He finds her with Cassio
C
He reads her letters
D
She insults him
Iago-র মিথ্যা প্রমাণে প্ররোচিত হয়ে Othello মনে করে Desdemona চতুরভাবে অবিশ্বস্ত আচরণ করছে। তাই সে তাকে অপমানজনক নামে ডাকে, যা তার ঈর্ষা ও ভুল ধারণার চরম প্রকাশ।

2
Updated: 2 months ago