Why does Desdemona defy her father, Brabantio?
A
To protect Cassio
B
To marry Othello
C
To escape Venice
D
To follow Iago
উত্তরের বিবরণ
ডেসডিমোনা তার পিতা ব্র্যাব্যানশিওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওথেলোকে বিয়ে করে। এই কাজ তার ভালোবাসার দৃঢ়তা ও স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রকাশ করে। সে সাহসী হলেও, শেষ পর্যন্ত ঈর্ষা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়।

0
Updated: 2 months ago
Who tells Hamlet about the Ghost’s appearance?
Created: 2 months ago
A
Horatio
B
Claudius
C
Polonius
D
Laertes
হোরেশিও হ্যামলেটকে জানায় যে দুর্গের প্রহরীরা রাতে মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে এক ভূত দেখেছে। এই সংবাদে হ্যামলেট আগ্রহী হয়ে ভূতের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এটি নাটকের রহস্যময়তার সূচনা এবং প্রতিশোধের কাহিনীর প্রথম ধাপ।

0
Updated: 2 months ago
What is the significance of Yorick’s skull scene?
Created: 2 months ago
A
It reminds Hamlet of mortality
B
It mocks death
C
It warns Claudius
D
It predicts tragedy
Yorick-এর খুলি দেখে Hamlet উপলব্ধি করে যে মৃত্যু সবার জন্য সমান, রাজা-ভিখারি কেউই এর বাইরে নয়। এই দৃশ্য নাটকের দার্শনিক ও ট্র্যাজিক ধারা গভীর করে।

3
Updated: 2 months ago
Why does Malcolm urge his army to cut down branches from Birnam Wood?
Created: 2 months ago
A
To use as weapons
B
To signal the English
C
To hide their numbers
D
To honor Banquo
Malcolm সৈন্যদের আদেশ দেয় Birnam Wood-এর ডাল কেটে নিজেদের সামনে বহন করতে, যাতে Macbeth দূর থেকে তাদের প্রকৃত সংখ্যা বুঝতে না পারে। এই কৌশল ডাইনির ভবিষ্যদ্বাণী পূর্ণ করে।

0
Updated: 2 months ago