Who says, “Yet she must die, else she’ll betray more men”?
A
Iago
B
Brabantio
C
Cassio
D
Othello
উত্তরের বিবরণ
ওথেলো ডেসডিমোনাকে হত্যার আগে এই উক্তি করে। তার বিশ্বাস—ডেসডিমোনা যদি বেঁচে থাকে তবে আরও পুরুষকে প্রতারণা করবে। এটি তার অন্ধ ঈর্ষা ও বিকৃত যুক্তির প্রকাশ। ভালোবাসা তাকে হত্যা পর্যন্ত ঠেলে দেয়, যা ট্র্যাজিক ভুল সিদ্ধান্ত।

1
Updated: 2 months ago
What vision does Macbeth see before killing Duncan?
Created: 2 months ago
A
A ghost
B
A sword
C
A floating dagger
D
A crown
ডাঙ্কানকে হত্যা করার আগে ম্যাকবেথ এক অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখেন — একটি বাতাসে ভেসে থাকা ছুরির (floating dagger) দর্শন। সে দেখে ছুরিটি যেন তাকে ডাঙ্কানের ঘরের দিকে করছে। এটি ছিল তার মানসিক দ্বন্দ্ব এবং অপরাধবোধের প্রতিফলন।
এই দৃশ্যটি Act 2, Scene 1-এ ঘটে, যেখানে ম্যাকবেথ বলে:
"Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee."
এই ভৌতিক ছুরিটি তার মানসিক চাপ, দ্বিধা এবং ভবিষ্যৎ রক্তপাতের ইঙ্গিত বহন করে। এটি তার মানসিক অবস্থা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতীক।
সারাংশে, এই "floating dagger" হচ্ছে ম্যাকবেথের ভেতরের অপরাধবোধ ও অনিশ্চয়তার প্রতীক, যা তাকে হত্যার পথে ধাবিত করে।

1
Updated: 2 months ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 months ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 months ago
How does Macbeth respond to the news of Lady Macbeth’s death?
Created: 3 weeks ago
A
He grieves deeply and abandons ambition
B
He shows despair and reflects on the futility of life
C
He immediately plans revenge
D
He celebrates his achievements
লেডি ম্যাকবেথের মৃত্যুর খবরে ম্যাকবেথ নিরাশা এবং জীবনের অর্থহীনতা নিয়ে চিন্তা প্রকাশ করেন।
এটি তার মানসিক অবস্থা এবং অপরাধবোধকে আরও তীব্র করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন মৃত্যু এবং ক্ষয়িষ্ণু উচ্চাভিলাষ মানসিক পতনের কারণ।
ম্যাকবেথ জীবনের সংক্ষিপ্ততা এবং উচ্চাভিলাষের পরিণাম উপলব্ধি করেন। এই মুহূর্ত নাটকের ট্র্যাজিক আবহকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।

0
Updated: 3 weeks ago