A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
উত্তরের বিবরণ
Iago এই উক্তিতে বলে, সুনাম আসলে মানুষের দ্বারা তৈরি এক ভ্রান্ত ধারণা। কিন্তু বিদ্রূপ হচ্ছে—সে নিজেই সুনাম নষ্ট করে ষড়যন্ত্র চালায়। শেক্সপিয়র এখানে ভণ্ডামি, চাতুর্য ও নৈতিক দুর্বলতাকে তুলে ধরেছেন।

0
Updated: 2 weeks ago
Who brings Hamlet back to Denmark after his voyage to England?
Created: 2 weeks ago
A
Horatio
B
Rosencrantz
C
Pirates
D
Guildenstern
ইংল্যান্ডে পাঠানোর পথে Hamlet-এর জাহাজে জলদস্যুরা আক্রমণ করে। তারা তাকে অক্ষত রেখে ডেনমার্কে ফিরিয়ে আনে, যা নাটকের ভাগ্যচক্র পাল্টে দেয়।

0
Updated: 2 weeks ago
Who plots to kill Alonso during his sleep?
Created: 2 weeks ago
A
Prospero and Miranda
B
Caliban and Ariel
C
Antonio and Sebastian
D
Gonzalo and Ferdinand
Antonio (Prospero-র বিশ্বাসঘাতক ভাই) এবং Sebastian (Alonso-র ভাই) ষড়যন্ত্র করে ঘুমন্ত Alonso-কে হত্যা করতে, যাতে Sebastian রাজা হতে পারে। তবে Ariel সময়মতো Gonzalo-কে সতর্ক করে, যেন Alonso-কে রক্ষা করা যায়। এই ষড়যন্ত্র নাটকের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লোভের থিমকে স্পষ্ট করে তোলে।

1
Updated: 2 weeks ago
Which theme is predominantly explored in Shakespeare's 'Othello'?
Created: 3 weeks ago
A
Friendship
B
Love
C
Revenge
D
Jealousy
Jealousy is the predominantly theme explored in Shakespeare's 'Othello'.
• Theme (Jealousy)
- Shakespeare -এর নাটক 'Othello' প্রধানত Jealousy থিমকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই নাটকে, Jealousy চরিত্রগুলোর আচরণ এবং ঘটনা প্রবাহে গভীর প্রভাব ফেলে।
- নাটকের প্রধান চরিত্র Othello যখন তার স্ত্রী Desdemona-র প্রতি কেবলমাত্র একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে Jealousy অনুভব করতে শুরু করে, তখন তা তার জীবন ও সম্পর্ককে সম্পূর্ণরূপে ভেঙে দেয়।
- Jealousy বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এবং নাটকের মোড় পরিবর্তন করে। Iago, Othello-এর সহযোগী, তার নিজের স্বার্থে Othello-র Jealousy জাগিয়ে তোলে, যা নাটকের কেন্দ্রীয় সংঘাতের কারণ হয়। এই Theme টি মানব প্রকৃতির দুর্বলতা এবং Jealousy -এর ক্ষতিকর পরিণতির উপর আলোকপাত করে।
• Othello
- Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy -এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- lago রয়েছে Villan চরিত্রে।
- lago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Main characters:
- Othello (main character),
- Desdemona (Othello’s wife),
- Brabantio,
- Iago (villain),
- Cassio,
- Emilia, etc.
• William Shakespeare:
- Born: April 26, 1564 and died: April 23, 1616.
- তাকে 'Bard of Avon or Swan of Avon' বলা হয়।
- William Shakespeare হলেন কবি,নাট্যকার ও অভিনেতা। তাকে ইংল্যান্ড এর জাতীয় কবি ছিলেন।
- He wrote 37 plays.
Source: Britannica.

0
Updated: 3 weeks ago