A
Desdemona
B
Othello
C
Iago
D
Brabantio
উত্তরের বিবরণ
এই লাইনটি ওথেলো বলে যখন সে ডেসডিমোনাকে হত্যা করার আগে প্রদীপ নিভিয়ে দেয়। প্রথম আলো নিভানো প্রতীকী, আর দ্বিতীয়টি তার স্ত্রীর জীবন। এখানে ভালোবাসা ও হত্যা একইসাথে মিশে আছে, যা নাটকের করুণ ট্র্যাজেডিকে গভীর করে।

0
Updated: 2 weeks ago
What is the witches’ prophecy for Macbeth at the beginning of the play?
Created: 2 weeks ago
A
He will be king
B
He will be betrayed by Banquo
C
He will die in battle
D
He will rule England
তিন ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল Macbeth প্রথমে থেন অফ কডর হবে, পরে রাজা হবে। এই ভবিষ্যদ্বাণীই তার লোভ ও উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। নাটকের ট্র্যাজেডির সূচনা এখান থেকেই।

0
Updated: 2 weeks ago
What is Hamlet’s famous soliloquy in Act 3, Scene 1?
Created: 2 days ago
A
“O brave new world”
B
“To be, or not to be”
C
“All the world’s a stage”
D
“Out, out brief candle”
হ্যামলেট জীবনের কষ্ট আর মৃত্যুর শান্তি নিয়ে চিন্তা করেন। তিনি প্রশ্ন তোলেন—বেঁচে থাকা ভালো নাকি মৃত্যুর মাধ্যমে মুক্তি পাওয়া ভালো। এটি তাঁর দার্শনিক দ্বন্দ্ব প্রকাশ করে।

0
Updated: 2 days ago
Famous playwright William Shakespeare passed away in which of the following year?
Created: 3 weeks ago
A
1616
B
1564
C
1596
D
1660
Famous playwright William Shakespeare passed away in 1616 (April 23).
• William Shakespeare (1564 -1616)
- তিনি জন্মগ্রহণ করেন 23rd April, 1564.
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয় কারণ তার সাথে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন শহরের সম্পর্ক রয়েছে,
- যেখানে তিনি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor,
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
- 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন।
Source: Britannica.

0
Updated: 3 weeks ago