Who says, “Reputation is an idle and most false imposition”?
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
উত্তরের বিবরণ
Iago এই উক্তিতে বলে, সুনাম আসলে মানুষের দ্বারা তৈরি এক ভ্রান্ত ধারণা। কিন্তু বিদ্রূপ হচ্ছে—সে নিজেই সুনাম নষ্ট করে ষড়যন্ত্র চালায়। শেক্সপিয়র এখানে ভণ্ডামি, চাতুর্য ও নৈতিক দুর্বলতাকে তুলে ধরেছেন।

1
Updated: 2 months ago
Why does Hamlet kill Polonius?
Created: 2 months ago
A
As revenge for Ophelia
B
In self-defense
C
To protect Gertrude
D
Mistaken identity
Hamlet Gertrude-এর ঘরে কথা বলার সময় পর্দার আড়ালে আওয়াজ শোনে এবং ভাবে Claudius লুকিয়ে আছে। সে তৎক্ষণাৎ আঘাত করে, কিন্তু পরে দেখে নিহত ব্যক্তি Polonius। এই ভুলে কাহিনি আরও জটিল হয় এবং Laertes প্রতিশোধের পথে যায়।

1
Updated: 2 months ago
What are Desdemona’s last words?
Created: 2 months ago
A
"Give me a kiss".
B
"I hate you, Othello."
C
“Nobody; I myself”
D
"Curse for you Iago."
মৃত্যুর মুখেও ডেসডিমোনা ওথেলোকে দোষ দেয় না। এমিলিয়ার প্রশ্নে সে বলে—“Nobody; I myself.” এই লাইন তার বিশ্বস্ততা ও ভালোবাসার প্রতীক। মৃত্যুর পরেও সে স্বামীকে রক্ষা করতে চায়।

1
Updated: 2 months ago
In his famous "To be, or not to be" soliloquy, what is Hamlet contemplating?
Created: 3 weeks ago
A
Whether to believe the ghost or not.
B
The pros and cons of suicide.
C
If he should confess his love for Ophelia.
D
The morality of seeking revenge.
হ্যামলেটের বিখ্যাত "To be, or not to be" স্বগতোক্তি (Act 3, Scene 1) মূলত জীবনের অর্থ এবং অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে। এখানে তিনি ভাবছেন, মানুষ কি জীবনের কষ্ট-যন্ত্রণাকে সহ্য করবে, নাকি আত্মহত্যার মাধ্যমে তার ইতি টানবে।
-
হ্যামলেটের প্রশ্ন "To be, or not to be: that is the question" সরাসরি দাঁড়ায়—বাঁচা নাকি মরা।
-
তিনি জীবনের দুঃখ-কষ্টকে "the slings and arrows of outrageous fortune" বলে বর্ণনা করেছেন।
-
মৃত্যুকে তিনি ঘুমের সাথে তুলনা করেছেন, যা সব যন্ত্রণা শেষ করতে পারে।
-
কিন্তু মৃত্যুর পর কী হতে পারে, সেই অজানা ভয় তাকে দ্বিধাগ্রস্ত করে। তিনি এটিকে বলেছেন "the undiscovered country from whose bourn / No traveller returns"।
-
এই ভয়ই মানুষকে মৃত্যুর পথ বেছে নিতে বাধা দেয় এবং জীবনের ভার বহন করতে বাধ্য করে।
-
ফলে হ্যামলেটের চিন্তাধারা আত্মহত্যার পক্ষে ও বিপক্ষে যুক্তির একটি গভীর দার্শনিক অনুসন্ধান।

1
Updated: 3 weeks ago