Who says, “Put out the light, and then put out the light”?
A
Desdemona
B
Othello
C
Iago
D
Brabantio
উত্তরের বিবরণ
এই লাইনটি ওথেলো বলে যখন সে ডেসডিমোনাকে হত্যা করার আগে প্রদীপ নিভিয়ে দেয়। প্রথম আলো নিভানো প্রতীকী, আর দ্বিতীয়টি তার স্ত্রীর জীবন। এখানে ভালোবাসা ও হত্যা একইসাথে মিশে আছে, যা নাটকের করুণ ট্র্যাজেডিকে গভীর করে।

2
Updated: 2 months ago
Which character best represents the theme of appearance vs. reality?
Created: 2 months ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
Iago-র চরিত্র “appearance vs. reality” থিমকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সে বাইরে বিশ্বস্ত সৈনিকের মতো মনে হলেও ভেতরে প্রতারক ও ষড়যন্ত্রী। শেক্সপিয়র দেখিয়েছেন বাহ্যিক মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে।

1
Updated: 2 months ago
What does Othello do after realizing Desdemona’s innocence and Iago’s betrayal?
Created: 2 months ago
A
He kills Iago
B
He begs for forgiveness
C
He commits suicide
D
He flees from Venice
সত্য উদঘাটনের পর ওথেলো বুঝতে পারে সে নিরপরাধ স্ত্রীকে হত্যা করেছে এবং Iago তাকে প্রতারিত করেছে। অপরাধবোধে সে নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করে। এভাবেই ট্র্যাজিক হিরোর পতন সম্পূর্ণ হয় এবং নাটকের সমাপ্তি ঘটে।

1
Updated: 2 months ago
What natural element reflects Lear’s inner turmoil during the play?
Created: 2 months ago
A
Fire
B
Earthquake
C
Storm
D
Snow
রাজা লিয়ারের মানসিক যন্ত্রণাকে প্রতীকীভাবে প্রকাশ করতে ঝড়ের দৃশ্য ব্যবহার করা হয়েছে। ঝড় তার অন্তরের বিশৃঙ্খলা, ক্রোধ ও অসহায়তাকে প্রতিফলিত করে। এই দৃশ্যটি নাটকের এক আবেগঘন মুহূর্ত, যেখানে প্রকৃতি ও মানব অনুভূতির মধ্যে মিল খুঁজে পাওয়া যায়।

0
Updated: 2 months ago