Who acts as the moral truth-teller at the end of Othello?
A
Othello
B
Cassio
C
Emilia
D
Iago
উত্তরের বিবরণ
এমিলিয়া নাটকের শেষে সত্য প্রকাশ করে, Iago-র ষড়যন্ত্র উন্মোচন করে। সে সাহসের সাথে বলে রুমালটি কিভাবে Iago নিয়েছিল। যদিও সে প্রাণ হারায়, তার সততা ও সত্য প্রকাশ নাটকের নৈতিক দিক উজ্জ্বল করে।

0
Updated: 2 months ago
Why does Hamlet delay in killing Claudius?
Created: 2 months ago
A
He lacks proof of guilt
B
He is afraid of punishment
C
He is indecisive and overthinks
D
He waits for his mother’s consent
হ্যামলেটের মূল ট্র্যাজিক ত্রুটি হলো দ্বিধা। সে প্রতিশোধ নিতে চাইলেও অতিরিক্ত চিন্তা ও সন্দেহের কারণে বারবার দেরি করে। এই বিলম্ব নাটকের ট্র্যাজিক গতি বাড়ায় এবং শেষে ভয়াবহ মৃত্যুর দৃশ্য তৈরি করে।

0
Updated: 2 months ago
Whom does Lady Macbeth frame for the murder of Duncan?
Created: 3 weeks ago
A
Malcolm and Donalbain
B
Duncan’s drunken chamberlains
C
The porter
D
Macbeth
Lady Macbeth এর পরিকল্পনা হল প্রথমে Duncan-এর প্রহরীদের মাতাল করা যাতে তারা কিছুই বুঝতে না পারে। এরপর তাদের খঞ্জর ব্যবহার করে হত্যার ঘটনা ঘটানো হবে। সবশেষে, প্রহরীদের উপর রক্ত লাগিয়ে তাদের অপরাধী মনে করানো হবে। এইভাবে হত্যাকাণ্ডের দায়ভার অন্যের দিকে চাপানো হবে।
-
Getting Duncan's guards drunk যাতে তারা অচেতন থাকে।
-
Using their daggers for the murder অর্থাৎ হত্যার অস্ত্র হিসেবে তাদের খঞ্জর ব্যবহার করা।
-
Smearing them with blood তাদের অপরাধী প্রমাণ দেখানোর জন্য।
তাহলে সঠিক উত্তর দাড়ায়-Duncan’s drunken chamberlains

0
Updated: 3 weeks ago
Why does the Duke of Venice support Othello against Brabantio’s accusations?
Created: 2 months ago
A
Othello promises him gold
B
The Duke respects Othello’s military service
C
Brabantio is powerless
D
Desdemona pleads with him
ডিউক ওথেলোর প্রতি শ্রদ্ধাশীল, কারণ সে ভেনিসের সেনাপতি এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য। ব্র্যাব্যানশিওর অভিযোগ থাকা সত্ত্বেও ডিউক ওথেলোর পক্ষ নেয়। এতে বোঝা যায়, রাষ্ট্রীয় স্বার্থ ব্যক্তিগত আবেগের উপরে স্থান পায়।

0
Updated: 2 months ago