A
He is noble but has a fatal flaw
B
He is cruel by nature
C
He is an outsider in Venice
D
He seeks political power
উত্তরের বিবরণ
ওথেলো একজন সাহসী ও সম্মানিত সেনাপতি হলেও তার চরিত্রে একটি মারাত্মক ত্রুটি রয়েছে—ঈর্ষা। Iago তার এই দুর্বলতাকে কাজে লাগায়। তার মহৎ গুণ থাকা সত্ত্বেও এই ত্রুটি তাকে ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়, এজন্য তাকে ট্র্যাজিক হিরো বলা হয়।

0
Updated: 2 weeks ago
Who is the first to be murdered by Macbeth?
Created: 2 weeks ago
A
Duncan
B
Banquo
C
Macduff’s family
D
The guards
ম্যাকবেথ আগে রাজা ডানকানকে হত্যা করে। রাজা ডানকানকে হত্যার পর ম্যাকবেথ রাজার প্রহরীদের হত্যা করে। সে এই কাজটি করে যেন তাদেরকে হত্যার দায়ে দোষারোপ করে নিজের অপরাধ আড়াল করতে পারে। এই হত্যাকাণ্ড তার নৈতিক পতনের সূচনা এবং পরবর্তী রক্তপাতের পথ প্রশস্ত করে।

1
Updated: 2 weeks ago
How does Gertrude die?
Created: 2 weeks ago
A
Stabbed
B
Poisoned by Claudius
C
Drinks poisoned wine meant for Hamlet
D
Commits suicide
দ্বন্দ্বযুদ্ধের সময় Gertrude ভুলবশত সেই মদ পান করে, যা Claudius Hamlet-কে মারার জন্য বিষ মিশিয়ে রেখেছিল। তার মৃত্যু নাটকের ট্র্যাজিক সমাপ্তিকে আরও করুণ করে তোলে।

1
Updated: 2 weeks ago
What is the cause of King Hamlet’s death?
Created: 2 weeks ago
A
Illness
B
Poison poured into his ear
C
A stab wound in battle
D
Suicide
হ্যামলেটের পিতা ক্লডিয়াসের ষড়যন্ত্রে মারা যায়। ঘুমন্ত অবস্থায় তার কানে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়। এই ঘটনাই পুরো নাটকের মূল সংঘাত তৈরি করে এবং প্রতিশোধের কাহিনিকে সামনে আনে।

2
Updated: 2 weeks ago