A
Pride
B
Cowardice
C
Ambition
D
Jealousy
উত্তরের বিবরণ
ওথেলোর প্রধান ট্র্যাজিক ত্রুটি হলো তার অতি ঈর্ষাপরায়ণ স্বভাব। সে ডেসডিমোনার ভালোবাসা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে এবং সহজেই Iago-র মিথ্যা কথায় প্রতারিত হয়। এই ঈর্ষাই তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে প্ররোচিত করে এবং শেষমেশ তার আত্মবিনাশ ঘটায়।

0
Updated: 2 weeks ago
Which theme is predominantly explored in Shakespeare's 'Othello'?
Created: 3 weeks ago
A
Friendship
B
Love
C
Revenge
D
Jealousy
Jealousy is the predominantly theme explored in Shakespeare's 'Othello'.
• Theme (Jealousy)
- Shakespeare -এর নাটক 'Othello' প্রধানত Jealousy থিমকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই নাটকে, Jealousy চরিত্রগুলোর আচরণ এবং ঘটনা প্রবাহে গভীর প্রভাব ফেলে।
- নাটকের প্রধান চরিত্র Othello যখন তার স্ত্রী Desdemona-র প্রতি কেবলমাত্র একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে Jealousy অনুভব করতে শুরু করে, তখন তা তার জীবন ও সম্পর্ককে সম্পূর্ণরূপে ভেঙে দেয়।
- Jealousy বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এবং নাটকের মোড় পরিবর্তন করে। Iago, Othello-এর সহযোগী, তার নিজের স্বার্থে Othello-র Jealousy জাগিয়ে তোলে, যা নাটকের কেন্দ্রীয় সংঘাতের কারণ হয়। এই Theme টি মানব প্রকৃতির দুর্বলতা এবং Jealousy -এর ক্ষতিকর পরিণতির উপর আলোকপাত করে।
• Othello
- Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy -এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- lago রয়েছে Villan চরিত্রে।
- lago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Main characters:
- Othello (main character),
- Desdemona (Othello’s wife),
- Brabantio,
- Iago (villain),
- Cassio,
- Emilia, etc.
• William Shakespeare:
- Born: April 26, 1564 and died: April 23, 1616.
- তাকে 'Bard of Avon or Swan of Avon' বলা হয়।
- William Shakespeare হলেন কবি,নাট্যকার ও অভিনেতা। তাকে ইংল্যান্ড এর জাতীয় কবি ছিলেন।
- He wrote 37 plays.
Source: Britannica.

0
Updated: 3 weeks ago
Which daughter refuses to flatter Lear, saying she loves him "according to my bond; no more nor less," and is subsequently banished?
Created: 6 days ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
King Lear – Opening Scene and Cordelia’s Disownment
-
Context: Lear demands that his three daughters publicly declare their love for him.
-
Goneril and Regan: Give elaborate, flattering speeches to win his favor.
-
Cordelia: Refuses to participate in the dishonest display.
-
Her response: "Nothing, my lord."
-
She explains she loves him truly and appropriately: "according to my bond; no more nor less."
-
-
Outcome: Lear, perceiving this as a lack of affection, disowns Cordelia and banishes her from the kingdom without a dowry.

0
Updated: 6 days ago
Who is the Moor of Venice in the play?
Created: 2 weeks ago
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
ওথেলো ভেনিসের সেনাপতি এবং নাটকের নায়ক। তিনি একজন মুর (আফ্রিকান বংশোদ্ভূত) হলেও যুদ্ধক্ষেত্রে সাহসের কারণে সম্মানিত। তার বিয়ে, হিংসা এবং ট্র্যাজেডিই নাটকের কাহিনিকে এগিয়ে নেয়।

1
Updated: 2 weeks ago