What is the main tragic flaw of Othello’s character?
A
Pride
B
Cowardice
C
Ambition
D
Jealousy
উত্তরের বিবরণ
ওথেলোর প্রধান ট্র্যাজিক ত্রুটি হলো তার অতি ঈর্ষাপরায়ণ স্বভাব। সে ডেসডিমোনার ভালোবাসা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে এবং সহজেই Iago-র মিথ্যা কথায় প্রতারিত হয়। এই ঈর্ষাই তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে প্ররোচিত করে এবং শেষমেশ তার আত্মবিনাশ ঘটায়।

0
Updated: 2 months ago
Who speaks the last words in Hamlet?
Created: 1 week ago
A
Hamlet
B
Horatio
C
Fortinbras
D
Ambassador
নাটক Hamlet-এর শেষ সংলাপটি বলেন Fortinbras। পুরো নাটকজুড়ে মৃত্যুর পর মৃত্যু ঘটলেও, শেষ মুহূর্তে Fortinbras-এর উপস্থিতি ডেনমার্কে নতুন শাসনের সূচনা নির্দেশ করে। তাঁর শেষ বাক্যটি নাটকের সমাপ্তিকে সামরিক মর্যাদা ও শোকের এক আবহে সম্পূর্ণ করে।
-
Hamlet, Laertes, Gertrude এবং Claudius-এর মৃত্যুর পর Fortinbras রাজপ্রাসাদে প্রবেশ করে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।
-
তিনি নির্দেশ দেন, “Go, bid the soldiers shoot,” যা Hamlet-এর জন্য সামরিক সম্মানের প্রতীক।
-
এই সংলাপের মাধ্যমে Shakespeare দেখিয়েছেন যে, মৃত্যু ও ধ্বংসের পরও রাজনৈতিক স্থিতি ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

0
Updated: 1 week ago
Who acts as the moral truth-teller at the end of Othello?
Created: 2 months ago
A
Othello
B
Cassio
C
Emilia
D
Iago
এমিলিয়া নাটকের শেষে সত্য প্রকাশ করে, Iago-র ষড়যন্ত্র উন্মোচন করে। সে সাহসের সাথে বলে রুমালটি কিভাবে Iago নিয়েছিল। যদিও সে প্রাণ হারায়, তার সততা ও সত্য প্রকাশ নাটকের নৈতিক দিক উজ্জ্বল করে।

0
Updated: 2 months ago
What is the significance of Macbeth seeing Banquo’s ghost?
Created: 3 weeks ago
A
It shows supernatural help
B
It encourages him to flee
C
It represents Duncan’s presence
D
It symbolises guilt and mental instability
বানকোর ভূত ম্যাকবেথের অপরাধবোধ এবং মানসিক অস্থিরতার প্রতীক।
তার অপরাধের ফলাফলের ভয় তাকে মানসিকভাবে দমিয়ে রাখে।
এটি লেডি ম্যাকবেথকে তার প্রভাব শিথিল করার সুযোগ দেয়।
শেক্সপিয়ার দেখিয়েছেন অপরাধবোধ এবং উচ্চাভিলাষ মানসিক পতনের প্রধান কারণ।
ভূতের উপস্থিতি নাটকের ট্র্যাজিক থিমকে আরও শক্তিশালী করে।

0
Updated: 3 weeks ago