How does Emilia contribute to Iago’s downfall?
A
She hides the handkerchief
B
She helps Othello kill Desdemona
C
She exposes Iago’s plot
D
She kills Iago herself
উত্তরের বিবরণ
এমিলিয়া নাটকের শেষের দিকে সত্য প্রকাশ করে। সে জানায় রুমালটি আসলে Iago-ই কৌশলে নিয়েছিল। এই সত্য প্রকাশের মাধ্যমে Iago-র প্রতারণা উন্মোচিত হয়। এমিলিয়ার সাহসী ভূমিকা নাটকের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 2 months ago
Which character is the son of Alonso, King of Naples?
Created: 1 month ago
A
Ferdinand
B
Antonio
C
Gonzalo
D
Trinculo
এই প্রশ্নে "The Tempest" নাটকের প্রধান চরিত্রগুলোর পরিচয় জানতে চাওয়া হয়েছে। প্রতিটি চরিত্রের ভূমিকা ও সম্পর্ক ব্যাখ্যা করা হলো—
• Ferdinand হলেন Naples-এর রাজপুত্র এবং Alonso-এর ছেলে। ঝড়ের কারণে তিনি তার বাবার থেকে আলাদা হয়ে যান এবং অন্যান্য মহারাজগণ তাকে মৃত মনে করেন। তিনি সেই চরিত্র যিনি Prospero-এর মেয়ে Miranda-এর সাথে প্রেমে পড়ে।
• Antonio হলেন Prospero-এর ভাই এবং Milan-এর অভ্যন্তরীণ রাজা (usurping Duke)।
• Gonzalo হলেন King Alonso-এর আদালতের একজন সতর্ক এবং সৎ প্রাচীন উপদেষ্টা।
• Trinculo হলেন King Alonso-এর জোকার, অর্থাৎ এক ধরনের comic character যিনি নাটকে হাস্যরস তৈরি করেন।

1
Updated: 3 weeks ago
Which theme is often called the “green-eyed monster” in Othello?
Created: 2 months ago
A
Jealousy
B
Love
C
Betrayal
D
Power
“Green-eyed monster” দিয়ে শেক্সপিয়র ঈর্ষাকে বোঝান। ঈর্ষাই নাটকের কেন্দ্রীয় থিম, যা ওথেলোকে অন্ধ করে দেয় এবং ডেসডিমোনার মৃত্যুর দিকে ঠেলে দেয়। Iago এই ঈর্ষার বিষ ঢুকিয়ে নাটকের ট্র্যাজেডি তৈরি করে।

0
Updated: 2 months ago
Why does the Ghost of King Hamlet appear to Prince Hamlet?
Created: 2 months ago
A
To bless his reign
B
To reveal the truth of his murder
C
To warn about Fortinbras
D
To ask for forgiveness
ভূত Hamlet-কে জানায় যে Claudius তাকে হত্যা করেছে। এই প্রকাশ Hamlet-কে প্রতিশোধ নেওয়ার শপথ করায় এবং পুরো নাটকের ট্র্যাজিক দ্বন্দ্বের সূচনা করে।

0
Updated: 2 months ago