Why does Othello kill Desdemona?
A
He is convinced of her betrayal
B
He wants revenge on her father
C
He loves Emilia
D
He seeks political power
উত্তরের বিবরণ
ওথেলো ডেসডিমোনাকে গভীরভাবে ভালোবাসলেও Iago-র ষড়যন্ত্রে প্রতারিত হয়। সে বিশ্বাস করে ডেসডিমোনা কাসিওর সাথে অবিশ্বস্ত আচরণ করেছে। এই ভ্রান্ত ধারণার কারণেই ওথেলো তাকে হত্যা করে। প্রকৃতপক্ষে তার সিদ্ধান্ত ছিল অবিবেচক ও আবেগপ্রবণ, যা নাটকের ট্র্যাজেডি সৃষ্টি করে।

1
Updated: 2 months ago
What does Cassio say about reputation after his demotion?
Created: 2 months ago
A
It is meaningless
B
It is given by the king
C
It is essential for honor
D
It depends on luck
Cassio বলে যে একজন মানুষের সুনাম তার সবচেয়ে মূল্যবান সম্পদ; একবার হারালে তা ফেরানো কঠিন। এই উক্তি তার সম্মানবোধ ও পেশাগত মর্যাদার গুরুত্ব বোঝায়।

1
Updated: 2 months ago
Who wounds Cassio in Act 5?
Created: 2 months ago
A
Roderigo
B
Iago
C
Lodovico
D
Montano
Iago-র প্ররোচনায় Roderigo Cassio-কে আক্রমণ করে এবং আহত করে। তবে এই পরিকল্পনার আড়ালে Iago Cassio-কেও সরিয়ে দিতে চায়, যেন তার ষড়যন্ত্র টিকে থাকে।

1
Updated: 1 month ago
What disguise does Kent use?
Created: 2 months ago
A
Shepherd
B
Soldier
C
Beggar
D
Doctor
King Lear-এ রাজা লিয়ারের বিশ্বস্ত ভৃত্য কেন্ট রাজাকে রক্ষা করার জন্য সৈন্যের ছদ্মবেশ নেয়। লিয়ার তাকে নির্বাসিত করলেও, কেন্ট তার আনুগত্যে অবিচল থেকে পরিচয় গোপন করে সেবায় নিয়োজিত থাকে। এই ছদ্মবেশ তাকে রাজাকে কাছে থেকে সাহায্য করার সুযোগ দেয় এবং নাটকের আনুগত্য ও আত্মত্যাগের থিমকে শক্তিশালী করে।

0
Updated: 2 months ago