A
Her letter
B
Her handkerchief
C
Her ring
D
Her necklace
উত্তরের বিবরণ
ডেসডিমোনার রুমাল ওথেলোর কাছে ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। Iago এই রুমালটি কৌশলে কাসিওর কাছে পৌঁছে দেয়, যা ওথেলোর মনে সন্দেহকে সত্যে রূপান্তরিত করে। এই রুমালই নাটকের ট্র্যাজিক ঘটনাপ্রবাহকে এগিয়ে নেয় এবং ওথেলোর অন্ধ ক্রোধকে জাগিয়ে তোলে।

1
Updated: 2 weeks ago
Who says, “Reputation is an idle and most false imposition”?
Created: 2 weeks ago
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
Iago এই উক্তিতে বলে, সুনাম আসলে মানুষের দ্বারা তৈরি এক ভ্রান্ত ধারণা। কিন্তু বিদ্রূপ হচ্ছে—সে নিজেই সুনাম নষ্ট করে ষড়যন্ত্র চালায়। শেক্সপিয়র এখানে ভণ্ডামি, চাতুর্য ও নৈতিক দুর্বলতাকে তুলে ধরেছেন।

0
Updated: 2 weeks ago
Why does the Ghost warn Hamlet not to harm Gertrude?
Created: 2 weeks ago
A
She is innocent of the murder
B
She is politically powerful
C
She is pregnant
D
She is Claudius’s hostage
Ghost বা Hamlet-এর পিতার আত্মা বলে যে Gertrude তার হত্যায় জড়িত নয়। সে Hamlet-কে বলে Claudius-এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে, কিন্তু মাকে ঈশ্বরের বিচারের হাতে ছেড়ে দিতে। এটি Hamlet-এর নৈতিক দ্বিধাকে গভীর করে।

1
Updated: 2 weeks ago
What vision does Macbeth see before killing Duncan?
Created: 3 weeks ago
A
A ghost
B
A sword
C
A floating dagger
D
A crown
ডাঙ্কানকে হত্যা করার আগে ম্যাকবেথ এক অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখেন — একটি বাতাসে ভেসে থাকা ছুরির (floating dagger) দর্শন। সে দেখে ছুরিটি যেন তাকে ডাঙ্কানের ঘরের দিকে করছে। এটি ছিল তার মানসিক দ্বন্দ্ব এবং অপরাধবোধের প্রতিফলন।
এই দৃশ্যটি Act 2, Scene 1-এ ঘটে, যেখানে ম্যাকবেথ বলে:
"Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee."
এই ভৌতিক ছুরিটি তার মানসিক চাপ, দ্বিধা এবং ভবিষ্যৎ রক্তপাতের ইঙ্গিত বহন করে। এটি তার মানসিক অবস্থা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতীক।
সারাংশে, এই "floating dagger" হচ্ছে ম্যাকবেথের ভেতরের অপরাধবোধ ও অনিশ্চয়তার প্রতীক, যা তাকে হত্যার পথে ধাবিত করে।

0
Updated: 3 weeks ago