'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
উত্তরের বিবরণ
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও:
- ডিরোজিওর পূর্ণ নাম- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের (বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক নিযুক্ত হন।
- 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- তিনি 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন -
Created: 1 month ago
A
মুন্সী মেহেরুল্লাহ
B
সঞ্জয় ভট্টাচার্য
C
কামিনী রায়
D
মোজাম্মেল হক
'পূর্বাশা' পত্রিকা
-
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
-
এটি প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত হয়।
-
সাত বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায়, পরে ১৯৪৩ সালে আবার কলকাতা থেকে প্রকাশ শুরু হয়।
-
শেষ পর্যন্ত ১৯৭১ সালে এই পত্রিকাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
এটি একটি মাসিক পত্রিকা ছিল।
-
বাংলা সাহিত্যের অনেক নামী লেখক এই পত্রিকায় লেখালেখি করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
বঙ্গদূত
B
জ্ঞানান্বেষণ
C
জ্ঞানাঙ্কুর
D
সংবাদ প্রভাকর
ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও এর মুখপাত্র
ইয়ং বেঙ্গল মূলত ইংরেজি শিক্ষা গ্রহণ করা বাঙালি যুবকদের একটি গোষ্ঠী, যারা নবচেতনার ভাবধারাকে উৎসাহিত করত। এই আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও।
গোষ্ঠীর মতাদর্শ ও চিন্তাভাবনা প্রকাশিত হতো বিভিন্ন পত্রিকায়, যেমন “জ্ঞানান্বেষণ” এবং “এনকোয়ারার”।
ইয়ং বেঙ্গলের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:
-
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
-
রাধানাথ শিকদার
-
প্যারীচাঁদ মিত্র
-
তারাচাঁদ চক্রবর্তী
১৮৩৩ সালে মাইকেল মধুসূধন দত্ত হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজেই ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী গঠিত হয়। মধুসূধন দত্ত নিজেও এই গোষ্ঠীর প্রভাব দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার অধ্যাপক ডিরোজিওর স্বদেশপ্রেম এবং চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে গোষ্ঠীতে যোগ দেন।
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ূন আজাদ,বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Created: 2 months ago
A
শওকত ওসমান
B
জহির রায়হান
C
আব্দুল গণি হাজারী
D
হাসান হাফিজুর রহমান
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ঘটে যাওয়া রক্তঝরা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে ১৯৫৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয় এক অনন্য সাহিত্য সংকলন—‘একুশে ফেব্রুয়ারী’।
এই সংকলনের সম্পাদনায় ছিলেন কবি ও সাহিত্যিক হাসান হাফিজুর রহমান এবং প্রকাশনায় ছিলেন মোহাম্মদ সুলতান। উভয়েই তৎকালীন বামপন্থি রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে যুক্ত ছিলেন।
এই সংকলনটি বাংলা সাহিত্যে এক ঐতিহাসিক ভূমিকা রাখে, যেখানে ২২ জন লেখক ছয়টি বিভাগে লিখেছেন—কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা ও ইতিহাস। এ গ্রন্থেই প্রথমবার প্রকাশিত হয় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অমর গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো”,
যার রচয়িতা ছিলেন আব্দুল গাফ্ফার চৌধুরী। তবে স্বাধীন মতপ্রকাশ সহ্য করতে না পেরে পাকিস্তানি সরকার সংকলনটি প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যেই বাজেয়াপ্ত করে।
হাসান হাফিজুর রহমান: কবি, প্রাবন্ধিক ও সম্পাদক
জন্ম: ১৯৩২, জামালপুর
বিশেষ পরিচিতি: কবি, প্রাবন্ধিক, সম্পাদক
হাসান হাফিজুর রহমান বাংলা ভাষা ও সাহিত্যে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারী’ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ নামক গুরুত্বপূর্ণ দলিল সংকলনেরও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর সাহিত্যকর্ম:
প্রবন্ধসমূহ:
-
আধুনিক কবি ও কবিতা
-
মূল্যবোধের জন্য
-
সাহিত্য প্রসঙ্গ
-
আলোকিত গহ্বর
কাব্যগ্রন্থ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
ভবিতব্যের বাণিজ্য তরী
-
শোকার্ত তরবারী
গল্প:
-
আরো দুটি মৃত্যু
এই সংকলন ও এর সম্পাদক বাংলা জাতিসত্তার আত্মপ্রকাশ, সাহিত্য ও ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। ভাষার জন্য প্রাণ দেওয়া শহিদদের স্মরণে সাহিত্যের এ মহাকাব্যিক প্রকাশ বাংলা সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago