A
১৭৮৯
B
১৭৯১
C
১৭৯৫
D
১৮০০
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)
-
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনীতি, সমাজ ও চিন্তার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে।
-
এর মূল স্লোগান ছিল "স্বাধীনতা, সাম্য, মৈত্রী"।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে জনগণ রাজতন্ত্রের দমননীতির প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করলে বিপ্লব শুরু হয়।
-
বিপ্লব প্রায় ১০ বছর ধরে চলে এবং ১৭৯৯ সালে শেষ হয়।
অতিরিক্ত তথ্য
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের অনুপ্রেরণার পেছনে লেখনীর মাধ্যমে বড় ভূমিকা রেখেছিলেন রুশো ও ভলতেয়ার।
-
নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় "ফরাসি বিপ্লবের শিশু"।
উৎস: Britannica.

0
Updated: 2 weeks ago
কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
Created: 1 week ago
A
ডেনমার্ক
B
বেলজিয়াম
C
ভিয়েতনাম
D
আর্মেনিয়া
ডেনমার্ক
ডেনমার্ক ইউরোপের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। এটি স্ক্যান্ডিনেভিয়ার গুরুত্বপূর্ণ অংশ এবং নর্ডিক দেশগুলোর মধ্যে অন্যতম। সরকারিভাবে দেশটির নাম “কিংডম অফ ডেনমার্ক”। রাজধানী হল কোপেনহেগেন, আর বৃহত্তম শহরগুলোর মধ্যে আরহুস এবং আলব্রোগা রয়েছে। ডেনমার্কের সরকারি ভাষা হলো ডেনিশ, এবং দেশের জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
অন্য দেশের উদাহরণ:
-
বেলজিয়ামের রাজধানী: ব্রাসেলস
-
ভিয়েতনামের রাজধানী: হানয়
-
আর্মেনিয়ার রাজধানী: ইয়েরেভান
উৎস: Britannica

0
Updated: 1 week ago
নিম্নলিখিত কোনটি International Mother Earth day?
Created: 6 days ago
A
১৮ এপ্রিল
B
২০ এপ্রিল
C
২২ এপ্রিল
D
২৪ এপ্রিল
২২ এপ্রিল – আন্তর্জাতিক ধরিত্রী দিবস (International Mother Earth Day)
-
প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস পালিত হয়।
-
এই দিনটি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্ধারিত।
-
দিনটি প্রথমবার পালিত হয় ১৯৭০ সালে।
-
বর্তমানে এটি বিশ্বব্যাপী Earth Day Network দ্বারা পরিচালিত হয়।
-
১৯৯০ সালে জাতিসংঘ এটি তাদের বার্ষিক পঞ্জিকায় অন্তর্ভুক্ত করে।
-
এরপর থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করার জন্য উৎসাহিত হয়।
-
বর্তমানে ১৯৩টি দেশে প্রতিবছর ধরিত্রী দিবস উদযাপিত হয়।
-
২০২৪ সালের প্রতিপাদ্য: “পৃথিবী বনাম প্লাস্টিক” – অর্থাৎ পরিবেশ রক্ষায় আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 6 days ago
'Black Lives Matter' কি?
Created: 3 days ago
A
একটি গ্রন্থের নাম
B
একটি পানীয়
C
বর্ণবাদ বিরোধী আন্দোলন
D
একটি NGO
Black Lives Matter (BLM)
‘Black Lives Matter’ একটি বর্ণবাদবিরোধী আন্দোলন যা মূলত অনলাইনের মাধ্যমে শুরু হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধ করা এবং তাদের সাথে সমান আচরণ নিশ্চিত করা।
মূল তথ্যসমূহ:
-
সামাজিক মাধ্যমে BLM আন্দোলনের যাত্রা শুরু হয় ২০১৩ সালে।
-
এর উৎপত্তি ঘটে আমেরিকার আফ্রো-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে, শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ হিসেবে।
-
এই আন্দোলনের সূচনা ঘটে ত্রয়ী মহিলা সক্রিয়দের মাধ্যমে: অ্যালিসিয়া গারজা, প্যাট্রিস কুলারস এবং ওপাল টোমেটি।
-
আন্দোলনের সূত্রপাত ঘটে ২০১২ সালে ট্রেভন মার্টিনের হত্যাকাণ্ডের পর, যেখানে ১৭ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ট্রেভনকে প্রতিবেশী ওয়াচ ভলান্টিয়ার জর্জ জিমারম্যান গুলি করে হত্যা করেছিলেন।
-
আন্দোলনের মূল উদ্দেশ্য হলো:
-
পুলিশি বর্বরতা বন্ধ করা
-
কৃষ্ণাঙ্গদের সাথে সমান আচরণ নিশ্চিত করা
-
মানসিক স্বাস্থ্য, এলজিবিটি সম্প্রদায়ের অধিকার এবং ভোটাধিকার সুরক্ষা করা
-
পরবর্তীতে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে এই আন্দোলন বড় ধরনের আন্দোলন ও প্রতিবাদের রূপ নিয়েছে।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 3 days ago