কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
A
১৭৮৯
B
১৭৯১
C
১৭৯৫
D
১৮০০
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)
-
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনীতি, সমাজ ও চিন্তার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে।
-
এর মূল স্লোগান ছিল "স্বাধীনতা, সাম্য, মৈত্রী"।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে জনগণ রাজতন্ত্রের দমননীতির প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করলে বিপ্লব শুরু হয়।
-
বিপ্লব প্রায় ১০ বছর ধরে চলে এবং ১৭৯৯ সালে শেষ হয়।
অতিরিক্ত তথ্য
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের অনুপ্রেরণার পেছনে লেখনীর মাধ্যমে বড় ভূমিকা রেখেছিলেন রুশো ও ভলতেয়ার।
-
নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় "ফরাসি বিপ্লবের শিশু"।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago
'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
কৃষি উন্নয়ন
B
দারিদ্র বিমোচন
C
জলবায়ু পরিবর্তন
D
বিনিয়োগ সম্পর্কিত
ভালনারেবল ২০ (V20)
-
V20 হলো একটি ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
-
এর প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ সৃষ্টি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
গঠন: ৮ অক্টোবর, ২০১৫
-
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ
-
V20 মূলত সেই দেশগুলোর অর্থমন্ত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত।
-
এটি সরাসরি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum এর সাথে যুক্ত।
-
২০২২–২০২৪ মেয়াদের জন্য এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
ইস্টানা আইল্যান্ড
B
সেনার আয়ল্যান্ড
C
ম্যারিনা বে
D
সেন্তোসা
২০১৮ সালে অনুষ্ঠিত উত্তর কোরিয়া–যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন, যাকে সাধারণভাবে সিঙ্গাপুর সামিট বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। এই শীর্ষ সম্মেলনটি ১২ জুন ২০১৮ তারিখে সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেল, সেন্টোসাতে অনুষ্ঠিত হয়।
উৎস: BBC

0
Updated: 1 month ago
'COP' এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
Conference of the Protocol
B
Conference of the Parties
C
Committee of Operations and Planning
D
Conference of the Party
কপ সম্মেলন বা Cop Conference হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সভা। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো Climate Action এবং জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা তৈরি ও সমন্বয় করা।
-
COP-এর পূর্ণরূপ হলো Conference of the Parties।
-
জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা সম্মেলন বা UNFCCC কার্যকর হয় ১৯৯৪ সালে।
-
প্রথম COP-1 অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
-
UNFCCC-এর সদস্য দেশসমূহ এই জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-30 অনুষ্ঠিত হবে ২০২৫ সালে ব্রাজিলে।
-
এই সম্মেলনের জন্য জাতিসংঘ আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে নির্বাচন করেছে।

0
Updated: 1 week ago