বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে?
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
প্রমথ চৌধুরী
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
উইলিয়াম কেরী
উত্তরের বিবরণ
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত বিখ্যাত গদ্যগ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

0
Updated: 2 months ago
'মহুয়া' পালাটির প্রণেতা ছিলেন-
Created: 3 weeks ago
A
দ্বিজ বংশীদাস
B
চন্দ্রাবতী
C
নয়ানচাঁদ ঘোষ
D
দ্বিজ কানাই
‘মহুয়া’ পালা
-
এটি ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানসমূহকে একত্রিত করে গঠিত মৈমনসিংহ গীতিকার অংশ।
-
পালাটিতে ময়মনসিংহ গীতিকার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
রচয়িতা: দ্বিজ কানাই, যিনি নমশূদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
-
কালপর্ব: অধ্যাপক দীনেশচন্দ্র অনুযায়ী, এটি ১৬৫০ খ্রিস্টাব্দের দিকে রচিত।
-
কাহিনীর সাথে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য লক্ষ্য করা যায়।
প্রধান চরিত্রসমূহ:
-
মহুয়া
-
নদের চাঁদ
-
হুমরা বেদে
-
সাধু

0
Updated: 3 weeks ago
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
Created: 2 months ago
A
একরাত্রি
B
শুভা
C
সমাপ্তি
D
পোস্টমাস্টার
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি সমাপ্তি গল্পে 'মৃন্ময়ী' চরিত্র সম্পর্কে বলা হয়েছে।
---------------------
• ‘সমাপ্তি’ ছোটগল্প:
- 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প।
- তাঁর সৃষ্ট 'মৃন্ময়ী' এই ছোটগল্পের চরিত্র।
- এই ছোটগল্পের বিখ্যাত উক্তি- 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'
রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫টি গল্পগ্রন্থ রয়েছে। এগুলো হলো:
• গল্পগুচ্ছ,
• লিপিকা,
• সে,
• তিন সঙ্গী,
• গল্পসল্প।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- নিশীতে,
- মণিহার,
- কঙ্কাল।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প:
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প:
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও সমাপ্তি ছোটগল্প।

0
Updated: 2 months ago
'জয়গুন' কোন রচনার চরিত্র?
Created: 4 weeks ago
A
সারেং বৌ
B
পদ্মার পলিদ্বীপ
C
সূর্য-দীঘল বাড়ী
D
পুতুল নাচের ইতিকথা
‘জয়গুন’ হলো ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসের একটি চরিত্র।
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস:
-
রচয়িতা: আবু ইসহাকের প্রথম উপন্যাস
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল
অন্যান্য চরিত্র:
-
হাসু
-
মায়মুনা
-
শফি
-
ডা. রমেশ চক্রবর্তী
‘পদ্মার পলিদ্বীপ’ উপন্যাসের চরিত্র:
-
ফজল
-
এরফান মাতব্বর
-
আরশেদ মোল্লা
-
জঙ্গুরুল্লা
-
জরিনা
-
রুপজান
‘সারেং বৌ’ উপন্যাসের চরিত্র:
-
কদম সারেং
-
নবীতুন
‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
-
শশী
-
কুসুম
-
গোপাল
-
সেনদিদি
-
যাদব পণ্ডিত
উৎস:

0
Updated: 4 weeks ago