“তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা”- পঙক্তিটির লেখক কে?
A
হুমায়ুন আজাদ
B
আল মাহমুদ
C
শামসুর রাহমান
D
হুমায়ূন আহমেদ
উত্তরের বিবরণ
কবিতা: তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
কবি: শামসুর রহমান
-
যুদ্ধকালীন লেখা, মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থে প্রকাশিত
-
কবিতার কিছু অংশ:
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
তুমি আসবে বলে, হে স্বাধীনতা
শামসুর রহমান
-
বিশ শতকের দ্বিতীয়ার্ধের বাংলা সাহিত্যের অন্যতম কবি
-
জন্ম ১৯৪৩; প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত
-
সাংবাদিকতা জীবন শুরু ১৯৫৭, ইংরেজি দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে
-
জনপ্রিয় কবিতা: ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়

0
Updated: 2 months ago
'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Created: 2 months ago
A
বলাকা
B
সোনারতরী
C
চিত্রা
D
পুনশ্চ
• 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের একটি কবিতা।
• 'বলাকা' কাবগ্রন্থ:
- বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
- কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে।
- এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল।
- এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে।
- কাব্যটি রচনার পশ্চাতে তিনটি বিষয় কবিকে অনুপ্রাণিত করেছে;
ক. কবির ইউরোপ ভ্রমণ, খ. কবির নোবেল পুরস্কার লাভ, গ. সমকালীন বিশ্বপরিস্থিতি ও প্রথম মহাযুদ্ধ।
----------------------
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর।
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার
এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে;
অন্ধকার গিরিতটতলে
দেওদার তরু সারে সারে;
মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে,
বলিতে না পারে স্পষ্ট করি,
অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি।
উৎস: সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, বলাকা- কাব্য; বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
Created: 2 months ago
A
দোলনচাঁপা
B
বিষের বাঁশী
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
‘বিদ্রোহী’ কবিতা
-
‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা এবং এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-র দ্বিতীয় কবিতা।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দ (৬ জানুয়ারি, ১৯২২ সালে) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
-
নজরুল অনেক বিদ্রোহী মনোভাবের কবিতা লিখেছেন, কিন্তু ‘বিদ্রোহী’ কবিতার কারণেই তিনি চিরকাল ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
-
এই কবিতার মূল ভাবনা হলো — বিদ্রোহ ও বিপ্লবের তীব্র আবেগ।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ
-
‘অগ্নিবীণা’ ছিল নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কবিতাগুলো হলো
-
প্রলয়োল্লাস (প্রথম কবিতা)
-
বিদ্রোহী
-
রক্তাম্বরধারিণী মা
-
আগমনী
-
ধুমকেতু
-
কামালপাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মোহররম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
'বনি আদম' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 5 months ago
A
গোলাম মোস্তফা
B
হুমায়ুন আজাদ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
হুমায়ুন কবির
• গোলাম মোস্তফা:
- ১৮৯৭ সালে যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি ও লেখক।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক 'কাব্য সুধাকর' (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক
- তিনি ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্যকাহিনী,
- গীতি সঞ্চয়ন,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- বনি আদম ইত্যাদি।
• তাঁর রচিত অনুবাদকাব্য:
- মুসাদ্দাস-ই-হালী,
- কালামে ইকবাল,
- শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া (১৯৬০)।
• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী, -
- ইসলাম ও জেহাদ,
- ইসলাম ও কমিউনিজম,
- আমার চিন্তাধারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago