A
বলাইচাঁদ মুখোপাধ্যায়
B
প্রভাতকুমার মুখোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
নীহাররঞ্জন গুপ্ত
উত্তরের বিবরণ
বলাইচাঁদ মুখোপাধ্যায়
-
কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রবন্ধকার
-
ছদ্মনাম: বনফুল
-
জন্ম: ১৮৯৯ সালের ১৯ জুলাই, পূর্ণিয়া, বিহার
-
পূর্বপুরুষের আদি নিবাস: হুগলি জেলার শিয়ালখালা
-
স্কুলে পড়ার সময় ‘বনফুল’ ছদ্মনামে কবিতা রচনা শুরু
কাব্যসংকলন:
বনফুলের কবিতা, অঙ্গারপর্ণী, চতুর্দশী, আহবনীয়, করকমলেষু, বনফুলের ব্যঙ্গ কবিতা, নতুন বাঁকে, প্রভৃতি

0
Updated: 2 weeks ago
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুরের
B
সত্যেন্দ্রনাথ দত্তের
C
প্রমথ চৌধুরীর
D
টেকচাঁদ ঠাকুরের
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।
----------------------
অন্যদিকে,
• সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
Created: 1 week ago
A
দীনবন্ধু মিত্র
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
প্রমথ চৌধুরী
D
জীবনানন্দ দাস
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে খ্যাত।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা ও পিতামহ: পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
বিবাহ: ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে বিবাহ।
-
শিরোপা ও প্রত্যাখ্যান: ১৯১৫ সালে ইংরেজরা তাঁকে ‘নাইট’ উপাধি দেয়; কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি তা ফিরিয়ে দেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছদ্মনাম
রবীন্দ্রনাথ মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মাঃ
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি মধ্যমা
-
শ্রীমতি কনিষ্ঠা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 2 weeks ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।

0
Updated: 2 weeks ago