'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম-
A
দৃষ্টিহীন
B
লীলাময় রায়
C
নীহারিকা দেবী
D
টেকচাঁদ ঠাকুর
উত্তরের বিবরণ
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
-
কবি, ঔপন্যাসিক ও সম্পাদক
-
জন্ম: ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর, নোয়াখালী; আদি নিবাস: মাদারীপুর
-
১৯২১ সালে ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত
-
রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের উল্লেখযোগ্য লেখক
উপন্যাস:
কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল
কাব্যগ্রন্থ:
অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, পূর্ব-পশ্চিম, উত্তরায়ণ
অন্যান্য ছদ্মনাম:
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার: দৃষ্টিহীন
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর

0
Updated: 2 months ago
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 1 month ago
A
কাঁদো নদী কাঁদো
B
প্রদোষে প্রাকৃতজন
C
রাঙ্গা প্রভাত
D
দুই সৈনিক
শওকত ওসমানের ‘দুই সৈনিক’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যার পটভূমি গ্রামবাংলা। উপন্যাসটির নামকরণ করা হয়েছে পাকবাহিনীর দুই চরিত্র— মেজর হাকিম ও ক্যাপ্টেন ফৈয়াজ—কে কেন্দ্র করে। এতে মুক্তিযুদ্ধকালীন অসংখ্য ঘটনার মধ্যে কেবল একটি ঘটনাংশ বর্ণিত হয়েছে।
উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো—
-
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
জলাংগী
-
-
অন্যান্য বাংলা উপন্যাস:
-
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মনোসমীক্ষামূলক উপন্যাস: কাঁদো নদী কাঁদো
-
শওকত আলী রচিত ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস: প্রদোষে প্রাকৃতজন
-
আবুল ফজল রচিত উপন্যাস: রাঙ্গা প্রভাত
-
উৎস:

0
Updated: 1 month ago
'অধ্যাপক সুদীপ্ত শাহীন’ - কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ রচনা করেন আনোয়ার পাশা।
-
এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
আনোয়ার পাশা
-
তিনি ছিলেন একাধারে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
-
জন্ম: ১৫ এপ্রিল, ১৯২৮ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'বনি আদম' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 5 months ago
A
গোলাম মোস্তফা
B
হুমায়ুন আজাদ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
হুমায়ুন কবির
• গোলাম মোস্তফা:
- ১৮৯৭ সালে যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি ও লেখক।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক 'কাব্য সুধাকর' (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক
- তিনি ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্যকাহিনী,
- গীতি সঞ্চয়ন,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- বনি আদম ইত্যাদি।
• তাঁর রচিত অনুবাদকাব্য:
- মুসাদ্দাস-ই-হালী,
- কালামে ইকবাল,
- শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া (১৯৬০)।
• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী, -
- ইসলাম ও জেহাদ,
- ইসলাম ও কমিউনিজম,
- আমার চিন্তাধারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago