The Caretaker is a _____ play by Harold Pinter.
A
one-act
B
three-act
C
four-act
D
five-act
উত্তরের বিবরণ
• The Caretaker
- Harold Pinter wrote this play.
- এটি একটি three-act play.
- ১৯৬০ সালে প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়।
- The work is Pinter’s second full-length play and it concerns the delicate balance between trust and betrayal in familial relationships.
- The action of the play occurs in the flat of Aston and Mick, two brothers. Aston, who is slow-witted, befriends a wheedling, garrulous tramp named Davies.
• Harold Pinter একজন ব্রিটিশ লেখক।
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
• Best Works:
- The Birthday Party,
- The Room,
- No Man’s Land,
- The Dumb Waiter,
- The Caretaker,
- The Homecoming, etc.

0
Updated: 2 months ago
Which synonym matches "cadge"?
Created: 3 weeks ago
A
Donate
B
Cuddly
C
Scrounge
D
Calmness
Cadge একটি ক্রিয়াপদ, যার অর্থ হলো অপরের কাছ থেকে বিনা মূল্যে কিছু পাওয়ার চেষ্টা করা বা ভিক্ষা করা।
-
Correct Answer: Scrounge
-
Bangla Meaning: অপরের সম্পদ বা সামগ্রী বিনা খরচে পাওয়ার চেষ্টা করা; ভিক্ষা করা। উদাহরণ: cadge a cigarette from a stranger – অপরিচিত ব্যক্তির কাছ থেকে সিগারেট ভিক্ষা করা।
-
Synonyms:
-
Scrounge (অপরের সম্পদ ব্যবহার করা বা মেরে নেওয়া)
-
Hawk (লুন্ঠন করা)
-
Mooch (ছিঁচকে চুরি করা)
-
Borrow (ধারা করা, ফেরত দেওয়ার ইচ্ছা ছাড়া)
-
Implore (কাতর মিনতি করা)
-
-
Antonyms:
-
Donate (দান করা)
-
Offer (প্রদানে করা)
-
Reject (প্রত্যাখান করা)
-
Present (উপহার দেওয়া)
-
Gift (উপহার প্রদান)
-
-
Other Forms:
-
Cadger (noun) – ভিক্ষুক বা অর্থী
-
-
Other Options:
-
Cuddly – আদরযোগ্য
-
Calmness – শান্ততা, বিশ্রাম
-
-
Example Sentences:
-
He’s always cadging free meals and trips from his clients.
-
He is always cadging cigarettes from his friends.
-

0
Updated: 2 weeks ago
The Shepheardes Calender is a collection of:
Created: 2 months ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

2
Updated: 2 months ago
“Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by-
Created: 1 month ago
A
John Donne
B
John Milton
C
Thomas Gray
D
William Shakespeare
• “Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by John Milton.
- উক্তিটি তাঁর বিখ্যাত epic poem 'Paradise lost' হতে উধৃত।
• Paradise Lost (1667):
- John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost is to Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খন্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
• Important characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.
• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত: কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
• Other notable quotations of John Milton:
- Better to reign in Hell than serve in Heaven. (Paradise lost)
- Childhood shows the man, as morning shows the days. ( Paradise regained)
- Death is the golden key that opens the place of eternity.( Paradise lost)
- Solitude sometimes is the best society.”
- Awake, arise or be forever fallen.
• Notable works:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).

0
Updated: 1 month ago