A
1660–1785
B
1570–1785
C
1760–1885
D
1660–1885
উত্তরের বিবরণ
The Neoclassical Period (1660–1785)
-
সময়কাল: 1660–1785
-
উপাধি: Neoclassical Period (কিছু সময়ে Pseudo-classical বলা হয়, কারণ লেখকদের সাহিত্যকর্ম কিছুটা কৃত্রিম বা শিল্পকৌশলপূর্ণ ছিল)
-
বৈশিষ্ট্য:
-
প্রাচীন Greek এবং Roman সাহিত্য ঐতিহ্য অনুসরণ
-
যুক্তি, শৃঙ্খলা ও নৈতিকতার উপর জোর
-
-
ভিত্তিকাল: তিনটি ভাগে বিভক্ত:
-
The Restoration Period
-
The Augustan Age
-
The Age of Sensibility
-
-
বিখ্যাত সাহিত্যিক:
-
John Milton
-
John Dryden
-
Jonathan Swift
-
Alexander Pope
-
Henry Fielding
-
Daniel Defoe
-
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 2 weeks ago
'The Neoclassical Period' is also known as -
Created: 4 months ago
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
English
English Literature
Periods of english literature
The Neoclassical Period (1660-1798)
No subjects available.
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 4 months ago
"The Pilgrim's Progress" is a literary work from -
Created: 4 months ago
A
Renaissance period
B
Middle English period
C
The Neoclassical Period
D
Anglo-Saxon period
English
English Literature
The Elizabethan Period (1558-1603)
The Neoclassical Period (1660-1798)
No subjects available.
"The Pilgrim’s Progress" হলো John Bunyan-এর লেখা, সাহিত্যকর্মটি নিওক্লাসিক্যাল যুগের অন্তর্ভুক্ত।
The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.
John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.
Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

1
Updated: 4 months ago