The Doctor's Dilemma is -
A
play
B
novel
C
poem
D
short story
উত্তরের বিবরণ
• The Doctor's Dilemma:
- এটি George Bernard Shaw রচিত একটি drama.
- এটি একটি four-act drama.
- ১৯১১ সালে প্রথম এই play টি প্রকাশিত হয়।
- The play satirizes the medical profession and comments wryly on the general public’s inability to distinguish between personal behavior and achievement.
• George Bernard Shaw:
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

0
Updated: 2 months ago
The Character 'Alfred Doolittle' is taken from Shaw's play titled-
Created: 1 month ago
A
Pygmalion
B
Man and Superman
C
The Doctor's Dilemma
D
Mrs. Warren's Profession
Alfred Doolittle" is a famous character from G. B. Shaw's - Pygmalion.
• Pygmalion
- It is a romance comedy written by - G. B Shaw.
- It is a romance play in five acts.
- এই নাটকটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
- The play is a humane comedy about love and the English class system.
- অর্থাৎ, ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম ভালোবাসা এই নাটকের বিষয়বস্তু।
• Characters in this play are:
• Character of the play:
- Alfred Doolittle,
- Mrs. Higgins,
- Ezra D. Wannafeller,
- Eliza Doolittle,
- Henry Higgins,
- Colonel Pickering,
- Clara Eynsford Hill,
- Freddy Eynsford Hill, etc.
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession (play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House,
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
The line "Hell is just a frame of mind" is taken from which literary work?
Created: 4 weeks ago
A
Volpone
B
The Jew of Malta
C
Doctor Faustus
D
Paradise Lost
“Hell is just a frame of mind” লাইনটি নেওয়া হয়েছে Christopher Marlowe-এর বিখ্যাত ট্র্যাজেডি Doctor Faustus থেকে। নাটকটি The Tragicall History of D. Faustus নামে পরিচিত এবং এটি ৫ অঙ্কের (acts) একটি ট্র্যাজেডি, যা প্রথম প্রকাশিত হয় ১৬০৪ সালে।
-
Doctor Faustus-এ মূল চরিত্র Faustus, একজন বিজ্ঞানী, যিনি শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করে।
-
Faustus তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে এবং ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করতে চায়।
-
এই সময়ে Faustus বিভিন্ন অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, কিন্তু তার অন্তরে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে।
-
তিনি নিজের আত্মাকে ত্যাগ করতে রাজি হন না এবং নাটকের শেষে নরককুণ্ডে পতিত হন, চিরকাল শাস্তি ভোগ করেন।
প্রধান চরিত্রসমূহ:
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel
-
The Evil Angel
-
Wagner
-
The Old Man
কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি:
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“He that loves pleasure must for pleasure fall.”
-
“The stars move still, time runs, the clock will strike.”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan Period-এর কবি।
-
উপাধি: The Father of English Tragedy
-
তিনি একজন University Wit ছিলেন।
উল্লেখযোগ্য কাজ:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage (প্রথম নাটক)

0
Updated: 4 weeks ago
Who created the character "Don Juan" in English literature?
Created: 1 month ago
A
William Shakespeare
B
John Keats
C
Alexander Pope
D
Lord Byron
Don Juan হলো Lord Byron–এর রচিত একটি বিখ্যাত কবিতা এবং ইংরেজ সাহিত্যের একটি প্রতীকী চরিত্র। এটি Romantic Period–এর একজন প্রধান কবি ও ব্যঙ্গশিল্পী Lord Byron-এর সৃষ্টি। কবিতার কেন্দ্রবিন্দু চরিত্র হলো Don Juan, যাকে একটি libertinism-এর প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
Important Characters
-
Don Juan
-
Donna Inez
-
Donna Julia
-
Don Alfonso
সারসংক্ষেপ
-
কৈশোরে Don Juan এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে।
-
পরবর্তীতে তিনি স্পেন ত্যাগ করেন, জাহাজে যাত্রার সময় ঝড়ের কবলে পড়ে এবং বেঁচে যান।
-
এক জলদস্যু তাকে দাস হিসেবে বিক্রি করে। পরে তিনি তুর্কি এক সম্ভ্রান্ত মহিলার হাতে পড়েন, যিনি তাকে যৌন দাস হিসেবে ব্যবহার করতে চায়।
-
তিনি পালিয়ে রাশিয়ান বাহিনীর পাশে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেন।
-
পরবর্তীতে আরেক সম্ভ্রান্ত মহিলার সঙ্গে ব্যাভিচারে জড়িত হন।
-
গল্পটি মূলত Don Juan-এর অবাধ স্বাধীনতা ও নৈতিকতার সীমা পরীক্ষা করে।
Lord Byron (1788–1824)
-
তিনি একজন British Romantic Poet এবং Satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব পুরো ইউরোপে আলোড়ন সৃষ্টি করেছিল।
-
তিনি বহু বিতর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষত অবৈধ প্রেম সম্পর্ক।
-
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি: Don Juan (1824), যা একটি Epic Satire।
-
তাকে বলা হয় “Rebel Poet”।
-
মৃত্যুবরণ করেন Greece–এ।
Best Works (Poems)
-
The Vision of Judgment (1822)
-
Childe Harold’s Pilgrimage (Autobiographical poem)
-
Hours of Idleness
-
Lara
-
English Bards and Scotch Reviewers
-
Giaour
-
Manfred
-
Sardanapalus
-
The Bride of Abydos
-
The Two Foscari
-
The Corsair
-
Robert Southee

0
Updated: 1 month ago