Who wrote The Picture of Dorian Gray?
A
Oscar Wilde
B
Charles Dickens
C
Thomas Hardy
D
George Bernard Shaw
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Oscar Wilde
মূল তথ্য:
-
The Picture of Dorian Gray:
-
লেখক: Oscar Wilde
-
ধরণ: Philosophical/Moral Fantasy, Gothic Novel
-
প্রকাশ: ১৮৯০ সালে Novella হিসেবে Lippincott's Monthly Magazine, ১৮৯১ সালে পূর্ণাঙ্গ Novel
-
কেন্দ্রীয় চরিত্র: Dorian Gray
-
কাহিনী সংক্ষেপ:
-
Dorian Gray তার যৌবন অমর রাখতে চায় এবং চিত্রকর্ম (portrait) কে বয়স ধরে রাখার জন্য প্রার্থনা করে
-
Lord Henry Wotton Dorian কে অপকর্ম ও নৈতিক অবক্ষয়ের প্রতি প্ররোচিত করে
-
শেষ পর্যন্ত নিজের আত্মা বিক্রির ভয়াবহতা উপলব্ধি করে এবং portrait টি ধ্বংস করলে তার মৃত্যু হয়
-
-
-
Oscar Wilde:
-
Irish-born poet, novelist, dramatist/playwright
-
লন্ডনে ১৯০০-এর দশকে অত্যন্ত জনপ্রিয় নাট্যকার
-
পূর্ণ নাম: Oscar Fingal O’Flahertie Wills Wilde
-
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Picture of Dorian Gray (1891)
-
Lady Windermere’s Fan (1892)
-
The Importance of Being Earnest (1895)
-

0
Updated: 2 months ago
What does “rust unburnish’d” symbolize?
Created: 1 month ago
A
Glory of kingship
B
Idleness and decay
C
Battle and victory
D
Brightness of life
ইউলিসিস বলেন, “To rust unburnish’d, not to shine in use!”। এখানে মরিচা ধরা তলোয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কোনো তলোয়ার ব্যবহার না করা হয়, তবে তা মরিচা ধরে অকেজো হয়ে যায়। তেমনি, মানুষ যদি কাজ ও অভিজ্ঞতার মধ্যে না থাকে, তবে তার জীবনের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। এই প্রতীক ইউলিসিসের দৃষ্টিতে অলসতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।

2
Updated: 1 month ago
Which of the following is not a work by Ernest Hemingway?
Created: 3 weeks ago
A
Great Expectations
B
A Farewell to Arms
C
The Old Man and the Sea
D
For Whom the Bell Tolls
Correction on “Great Expectations” and Ernest Hemingway
-
Great Expectations is not a work by Ernest Hemingway. It is a novel by Charles Dickens, first published in 1860.
-
প্রধান চরিত্র: Pip (Narrator)
-
এটি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
-
Ernest Hemingway (1899–1961)
-
একজন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
-
১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
লেখার ধরন: সহজ, স্পষ্ট, শক্তিশালী, যা ২০ শতকের আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে।
-
বর্ণনামূলক জীবন শৈলীও ব্যাপক জনপ্রিয়।
Notable works of Ernest Hemingway:
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
A Moveable Feast
-
Across the River and Into the Trees
-
Death in the Afternoon
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
Hills Like White Elephants
-
In Our Time
-
Islands in the Stream
-
The Fifth Column
Source:

0
Updated: 3 weeks ago
What is an Apostrophe in literature?
Created: 1 month ago
A
Poetry without rhyme, iambic pentameter
B
A long story
C
Addressing an absent person or thing
D
A funny imitation
উত্তর হবে Addressing an absent person or thing। এটি সাহিত্য অলঙ্কারের মধ্যে Apostrophe নামে পরিচিত।
Apostrophe (সম্বোধন অলঙ্কার)
-
এখানে বক্তা বা লেখক কোনো অনুপস্থিত ব্যক্তি বা বিমূর্ত বস্তুকে এমনভাবে সম্বোধন করেন যেন তা উপস্থিত।
-
এর মাধ্যমে শ্রোতাদের উদ্দেশ্য থেকে দৃষ্টি সরিয়ে একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো বস্তুতে মনোযোগ দেওয়া হয়।
-
এটি এক ধরনের Personification, কারণ এখানে প্রাণহীন বা নির্জীব বস্তুকে জীবন্ত রূপে কল্পনা করে সম্বোধন করা হয়।
-
সহজভাবে বললে, অনুপস্থিত মানুষ অথবা ব্যক্তিরূপ দেওয়া বস্তুকে রূপকভাবে সম্বোধন করাই হলো Apostrophe।
উল্লিখিত অন্যান্য অপশন
-
Blank Verse: ছন্দযুক্ত হলেও মিলবিহীন কবিতা, সাধারণত iambic pentameter-এ রচিত।
-
Epic: দীর্ঘ আখ্যানমূলক রচনা যেখানে বীরত্বগাথা বা বৃহৎ কাহিনি বর্ণিত হয়।
-
Parody: কোনো রচনা বা লেখকের শৈলীকে ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মকভাবে অনুকরণ করা।

0
Updated: 1 month ago