A
Oscar Wilde
B
Charles Dickens
C
Thomas Hardy
D
George Bernard Shaw
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Oscar Wilde
মূল তথ্য:
-
The Picture of Dorian Gray:
-
লেখক: Oscar Wilde
-
ধরণ: Philosophical/Moral Fantasy, Gothic Novel
-
প্রকাশ: ১৮৯০ সালে Novella হিসেবে Lippincott's Monthly Magazine, ১৮৯১ সালে পূর্ণাঙ্গ Novel
-
কেন্দ্রীয় চরিত্র: Dorian Gray
-
কাহিনী সংক্ষেপ:
-
Dorian Gray তার যৌবন অমর রাখতে চায় এবং চিত্রকর্ম (portrait) কে বয়স ধরে রাখার জন্য প্রার্থনা করে
-
Lord Henry Wotton Dorian কে অপকর্ম ও নৈতিক অবক্ষয়ের প্রতি প্ররোচিত করে
-
শেষ পর্যন্ত নিজের আত্মা বিক্রির ভয়াবহতা উপলব্ধি করে এবং portrait টি ধ্বংস করলে তার মৃত্যু হয়
-
-
-
Oscar Wilde:
-
Irish-born poet, novelist, dramatist/playwright
-
লন্ডনে ১৯০০-এর দশকে অত্যন্ত জনপ্রিয় নাট্যকার
-
পূর্ণ নাম: Oscar Fingal O’Flahertie Wills Wilde
-
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Picture of Dorian Gray (1891)
-
Lady Windermere’s Fan (1892)
-
The Importance of Being Earnest (1895)
-

0
Updated: 2 weeks ago
"The music in my heart I bore, Long after it was heard no more." belongs to which poet?
Created: 2 weeks ago
A
S. T. Coleridge
B
P. B. Shelley
C
William Wordsworth
D
Thomas Gray
“The music in my heart I bore, Long after it was heard no more.” এই লাইনটির লেখক হলেন William Wordsworth।
সংক্ষিপ্ত বিবরণ:
-
কবি: William Wordsworth (1770–1850)
-
কবিতার নাম: The Solitary Reaper
-
প্রকাশ: ১৮০৭
-
বিষয়বস্তু:
-
একাকী মাঠে কাজ করা তরুণী মেয়ের গান কবিকে মুগ্ধ করে
-
গানটি শেষ হলেও এর আবেগ ও সুর কবির হৃদয়ে দীর্ঘ সময় ধরে অনুরণিত থাকে
-
কবিতাটি প্রকৃতি, অনুভূতি এবং মানুষের অন্তর্মনের স্থায়িত্বকে তুলে ধরে
-
William Wordsworth:
-
Romantic Period-এর প্রধান English কবি
-
Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
Lake District-এর জন্মস্থানের কারণে তাকে Lake Poet বলা হয়
-
কবিতায় প্রকৃতি ও মানুষের সম্পর্কের গুরুত্ব প্রাধান্য পায়
-
সহজ ও প্রাকৃতিক ভাষায় রচিত কবিতার জন্য বিখ্যাত
Famous Works:
-
Lyrical Ballads
-
The Daffodils
-
Lucy Poems
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
The Excursion
-
Michael
-
Ode on Immortality
উত্তর: William Wordsworth

0
Updated: 2 weeks ago
What Greek word means "maker" and is related to the word poet?
Created: 3 months ago
A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 3 months ago
The teacher asked the students _________.
Created: 5 days ago
A
to sat down
B
to sitting down
C
to sit down
D
to be sit down
Infinitive after Certain Verbs
-
কিছু verb এর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to + verb) ব্যবহার করতে হবে।
-
এই verb গুলোর সাথে verb + ing ব্যবহার করা যায় না।
Common Verbs:
-
agree, want, arrange, decide, demand, require, forget, propose, manage, refuse, ask, ইত্যাদি
Example:
-
Correct: The teacher asked the students to sit down.
-
Incorrect: The teacher asked the students sitting down.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 5 days ago