A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Robert Frost
D
Robert Browning
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
The Sun Rising is a famous poem written by
Created: 5 days ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 5 days ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ -who said this?
Created: 1 month ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
‘Romeo and Juliet’
🔹 উক্তি:
“What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet.”
— এই বিখ্যাত লাইনটি উইলিয়াম শেকসপিয়ারের ‘Romeo and Juliet’ নাটক থেকে নেওয়া হয়েছে।
— নাটকের Act II, Scene II-তে জুলিয়েট, রোমিও-কে উদ্দেশ্য করে এই কথা বলেন।
🔹 Romeo and Juliet নাটক:
— এটি শেকসপিয়ারের একটি প্রেমের নাটক।
— নাটকটির পটভূমি ইতালির ভেরোনা শহর।
— রোমিও এবং জুলিয়েট দুই ভিন্ন পরিবারের সদস্য – রোমিও Montague পরিবারের এবং জুলিয়েট Capulet পরিবারের।
— এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলছিল।
— নানা ঘটনা এবং ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত রোমিও ও জুলিয়েট দুজনেই মারা যায়। এটি একটি দুঃখজনক প্রেম কাহিনি।
🔹 মূল চরিত্রসমূহ:
-
Romeo (নায়ক)
-
Juliet (নায়িকা)
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
🔹 আরও কিছু বিখ্যাত উক্তি:
-
“If love be rough with you, be rough with love;
Prick love for pricking, and you beat love down.” -
“Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow.”
🔹 William Shakespeare সম্পর্কে:
— শেকসপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
— তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
— তিনি ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
— তাকে "ইংল্যান্ডের জাতীয় কবি" বলা হয় এবং তিনি "Bard of Avon" নামেও পরিচিত।
— তিনি ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
🔹 অন্যান্য নাটকের নায়িকারা:
-
Portia — ‘The Merchant of Venice’ নাটকের প্রধান নারী চরিত্র।
-
Rosalind — ‘As You Like It’ নাটকের প্রধান নারী চরিত্র।

1
Updated: 1 month ago
The famous character 'Bosola' is from -
Created: 2 weeks ago
A
The Duchess of Malfi
B
Volpone
C
Doctor Faustus
D
As You Like It

0
Updated: 2 weeks ago