A
British author
B
American author
C
Irish author
D
Nigerian author
উত্তরের বিবরণ
মূল তথ্য:
-
Mark Twain একজন American humorist, journalist, lecturer, এবং novelist।
-
তিনি ভ্রমণবিষয়ক বর্ণনা ও শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের

0
Updated: 2 weeks ago
What lesson does Charlotte Lucas’s marriage give?
Created: 20 hours ago
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।

0
Updated: 20 hours ago
Which 'all' is a pronoun?
Created: 6 days ago
A
She was all excited.
B
All of the food has gone.
C
Now, don't get all upset about it.
D
She was dressed all in white.
Correct Answer:
👉 All of the food has gone.
Analysis:
-
এখানে 'all' বোঝাচ্ছে the food — অর্থাৎ এটি noun-এর পরিবর্তে pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
All [pronoun]
-
English meaning: the whole number or amount
-
Bangla meaning: প্রত্যেকে; সবটা
Examples:
-
All of the food has gone.
-
They've eaten all of it.
-
They've eaten it all.
Other options analysis:
-
She was all excited.
-
এখানে all হলো adverb, যা excited (উত্তেজিত)-এর মাত্রা বোঝাচ্ছে।
-
Pronoun নয়।
-
-
Now, don't get all upset about it.
-
এখানে all হলো adverb, যা upset (হতাশ) হওয়ার মাত্রা বোঝাচ্ছে।
-
-
She was dressed all in white.
-
এখানে all অর্থ পুরোটা/সম্পূর্ণ, এবং adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
All [adverb]
-
Completely
-
English meaning: completely
-
Bangla meaning: সম্পূর্ণভাবে; পুরাপুরি
-
Examples:
-
She was dressed all in white.
-
He lives all alone.
-
The coffee went all over my skirt.
-
-
-
Very
-
English meaning: very
-
Bangla meaning: খুব
-
Examples:
-
She was all excited.
-
Now, don't get all upset about it.
-
-
Source: Oxford Dictionary

0
Updated: 6 days ago
Which Shakespearean play explores the theme reflected in the quote: "Don't waste your love on somebody, who doesn't value it"?
Created: 3 weeks ago
A
Othello
B
Macbeth
C
Hamlet
D
Romeo and Juliet
• The quote "Don’t waste your love on somebody, who doesn’t value it" is often associated with William Shakespeare’s famous tragedy - "Romeo and Juliet".
- "Romeo and Juliet" ১৫৯৪–৯৬ সালে লেখা হয় এবং ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে প্রথম প্রকাশিত হয়।
- ১৫৯৯ সালে একটি অনুমোদিত কোয়ার্টো প্রকাশিত হয়, যা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং আরও নির্ভরযোগ্য।
- দ্বিতীয় কোয়ার্টোর উপর ভিত্তি করে একটি তৃতীয় কোয়ার্টো ছিল, যা ১৬২৩ সালের ফার্স্ট ফোলিও এর সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হয়।
• Characters:
- Romeo Montague,
- Juliet Capulet,
- Friar Laurence,
- Mercutio,
- Tybalt,
- The Nurse.
• সার-সংক্ষেপ:
- Romeo (Montague) ও Juliet (Capulet) দুই শত্রু পরিবারের সদস্য, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
- তারা গোপনে বিয়ে করে Friar Laurence-এর সাহায্যে।
- কিন্তু Juliet এর কাজিন Tybalt এর সাথে মারামারিতে Romeo জড়িয়ে পড়ে এবং তাকে হত্যা করে নির্বাসিত হয়।
- Juliet এর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে, এবং Juliet মরণঘুমের ওষুধ খায়।
- Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে।
- Juliet ও জেগে উঠে Romeo কে মৃত দেখে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যা করে।
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

0
Updated: 3 weeks ago