Who is not a Romantic poet?
A
P. B. Shelley
B
Jane Austen
C
John Keats
D
Lord Byron
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Jane Austen একজন novelist, Romantic poet নয়।
মূল বিষয়:
-
Jane Austen:
-
English novelist
-
রোমান্টিক যুগের কবি নয়
-
উনিশ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র উপন্যাসে তুলে ধরেছেন
-
তার রচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে
-
Jane Austen-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (1818, posthumously)
-
Persuasion (1818, posthumously)
-
Emma (1815)
Romantic যুগের কবিরা (তুলনামূলকভাবে):
-
P. B. Shelley
-
John Keats
-
Lord Byron
সারসংক্ষেপ: Jane Austen কবি নন; তিনি একজন রোমান্টিক যুগের novelist।

0
Updated: 2 months ago
What is Allusion in literature?
Created: 1 month ago
A
Direct reference
B
Indirect reference to a well-known person, place or event
C
Long narrative poem
D
Humorous imitation
The required answer is – Indirect reference to a well-known person/place/event.
Allusion হলো একটি সাহিত্যকৌশল যেখানে লেখক কোনো বিখ্যাত ব্যক্তি, স্থান, ঘটনা বা অন্য সাহিত্যকর্মকে সরাসরি উল্লেখ না করে পরোক্ষভাবে ইঙ্গিত করেন। এর মাধ্যমে পাঠককে পরিচিত সাংস্কৃতিক, ঐতিহাসিক বা পৌরাণিক প্রসঙ্গের সাথে যুক্ত করা হয়, যা রচনার অর্থ ও গভীরতা বৃদ্ধি করে।
-
Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
-
কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে সরাসরি না বলে ইঙ্গিত করা হয়।
-
এটি intertextuality সৃষ্টি করে, অর্থাৎ এক সাহিত্যকর্ম আরেকটির সাথে সংযোগ তৈরি করে।
-
সাধারণত Bible, Greek mythology, history এবং classical literature থেকে উদাহরণ টানা হয়।
Example
-
“The winged boy I knew, But who wast thou, O happy, happy dove?” (Keats: Ode to Psyche) – এখানে Cupid এবং Venus-এর প্রতি ইঙ্গিত রয়েছে।
-
“He met his Waterloo” → Napoleon-এর পরাজয়ের প্রতি ইঙ্গিত করে, অর্থাৎ কোনো ব্যক্তির চূড়ান্ত পতন বোঝানো।
Importance of Allusion
-
লেখাকে অর্থবহ ও গভীর করে তোলে।
-
পাঠকদের পরিচিত রেফারেন্স ব্যবহার করে দ্রুত সংযোগ তৈরি করে।
-
অল্প কথায় বিস্তৃত অর্থ প্রকাশ সম্ভব হয়।
অন্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।

0
Updated: 1 month ago
Which sentence is correct?
Created: 3 weeks ago
A
If he apologizes, she might have forgiven him.
B
If he had apologized, she might forgiven him.
C
If he had apologized, she might have forgiven him.
D
If he had apologized, she might had forgiven him.
Complete sentence: If he had apologized, she might have forgiven him।
-
Bangla Meaning: সে যদি দুঃখ প্রকাশ করত, তবে হয়তো তাকে মাফ করে দিতো।
-
এটি Third Conditional sentence। Conditional sentence-এ দুটি clause থাকে:
-
If-clause (subordinate clause) – শর্ত বোঝায়
-
Main/principal clause – ফলাফল বোঝায়
-
Third Conditional নিয়মাবলী:
-
If-clause: had + past participle (V3)
-
Main clause: would/could/might + have + past participle (V3)
-
Negative: would/could/might + not + have + V3
-
If-clause ছাড়া condition শুরু করতে চাইলে Had + subject + V3 ব্যবহার করা যায়।
Structure:
-
If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + V3 + extension
উদাহরণ:
-
If we had taken the train, we would have reached on time.
-
If she had remembered the appointment, she wouldn’t have missed it.
-
If you had called me, I could have helped you.
-
If they had prepared better, the presentation would have been successful.

0
Updated: 2 weeks ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
She gave me some useful advices.
B
She gave me some useful advice.
C
She gave me some useful adviceses.
D
She gave me some useful piece of advices.
শব্দ “Advice” সম্পর্কিত তথ্য
শব্দ | Part of Speech | English Meaning | Bangla Meaning | টিপস |
---|---|---|---|---|
Advice | Noun (Uncountable) | An opinion or suggestion about what somebody should do | উপদেশ; পরামর্শ | - Article (a, an) ব্যবহার হয় না। - Plural form নেই। - Plural বলতে গেলে: a piece of advice → two pieces of advice |
উদাহরণ
-
Correct: She gave me some useful advice.
(সে আমাকে কিছু উপকারী পরামর্শ দিয়েছে।) -
Incorrect: She gave me an advice.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago