সম্প্রতি, ভারত ও যুক্তরাজ্য কত বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? [আগস্ট, ২০২৫]
A
৩ বিলিয়ন
B
৬ বিলিয়ন
C
১০ বিলিয়ন
D
১২ বিলিয়ন
উত্তরের বিবরণ
ভারত–যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি – ২০২৫
-
স্বাক্ষরকারী নেতারা:
-
ভারতের প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: কিয়ার স্টারমার
-
-
স্বাক্ষরের তারিখ: ২৪ জুলাই, ২০২৫
-
চুক্তির মূল্য: ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ড
-
মূল সুবিধা:
-
ভারতের ৯৯% রপ্তানি পণ্য ব্রিটেনে শূন্য শুল্কে প্রবেশ করবে
-
প্রাধান্যপ্রাপ্ত পণ্য: গহনা, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাবার
-
যুক্তরাজ্যের পণ্য: তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয়, প্রসাধনী
-
-
শুল্ক সুবিধা: গড় শুল্কহার ১৫% থেকে কমে ৩% হবে
-
প্রত্যাশিত দ্বিপাক্ষিক বাণিজ্য: বছরে ৩,৪০০ কোটি ডলার
-
উল্লেখযোগ্য মন্তব্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের “সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি” হিসেবে অভিহিত করেছেন

0
Updated: 2 weeks ago
বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
Created: 2 weeks ago
A
মধুররস
B
সখ্যরস
C
দাস্যরস
D
শান্তরস
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এ ধারার প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব পরিচিত। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং সংস্কৃত ভাষায় লিখিত, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে গণ্য হয়।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধা নায়িকা হিসেবে চিত্রিত। পদাবলিতে নায়িকার আটটি অবস্থা রয়েছে।
এই কাব্যে মোট পাঁচটি রস বিদ্যমান—
-
শান্তরস
-
দাস্যরস
-
সখ্যরস
-
বাৎসল্যরস
-
মধুররস (মধুররসকে শৃঙ্গার রসও বলা হয়)

0
Updated: 2 weeks ago
মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
Created: 2 weeks ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
কানা হরিদত্ত
C
বিজয়গুপ্ত
D
মানিক দত্ত
মনসামঙ্গল কাব্য
সাপের দেবী মনসাকে কেন্দ্র করে রচিত স্তব, স্তুতি ও কাহিনি-নির্ভর কাব্যকে ‘মনসামঙ্গল’ বলা হয়। একে কখনও পদ্মপুরাণ নামেও অভিহিত করা হয়।
বাংলার প্রাকৃত জীবন ও লৌকিক জীবনাচার থেকেই মনসামঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে। এ ধারার আদি কবি হিসেবে কানা হরিদত্ত পরিচিত।
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা

0
Updated: 2 weeks ago
'কথোপকথন' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
উইলিয়াম কেরি
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
কথোপকথন
-
রচয়িতা: উইলিয়াম কেরি
-
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বাংলা মুদ্রিত গ্রন্থ
-
বিষয়বস্তু: একাধিক মানুষের মুখের সাধারণ কথোপকথন বা ডায়লগ
উইলিয়াম কেরি
-
ইংরেজ মিশনারি
-
বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান
-
প্রধান রচনা: ‘ইতিহাসমালা’ (বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ) ও ‘কথোপকথন’
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা

0
Updated: 1 week ago