সম্প্রতি, ভারত ও যুক্তরাজ্য কত বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? [আগস্ট, ২০২৫]
A
৩ বিলিয়ন
B
৬ বিলিয়ন
C
১০ বিলিয়ন
D
১২ বিলিয়ন
উত্তরের বিবরণ
ভারত–যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি – ২০২৫
-
স্বাক্ষরকারী নেতারা:
-
ভারতের প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: কিয়ার স্টারমার
-
-
স্বাক্ষরের তারিখ: ২৪ জুলাই, ২০২৫
-
চুক্তির মূল্য: ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ড
-
মূল সুবিধা:
-
ভারতের ৯৯% রপ্তানি পণ্য ব্রিটেনে শূন্য শুল্কে প্রবেশ করবে
-
প্রাধান্যপ্রাপ্ত পণ্য: গহনা, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাবার
-
যুক্তরাজ্যের পণ্য: তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয়, প্রসাধনী
-
-
শুল্ক সুবিধা: গড় শুল্কহার ১৫% থেকে কমে ৩% হবে
-
প্রত্যাশিত দ্বিপাক্ষিক বাণিজ্য: বছরে ৩,৪০০ কোটি ডলার
-
উল্লেখযোগ্য মন্তব্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের “সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি” হিসেবে অভিহিত করেছেন

0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ জাতীয় কাব্য কোনটি?
Created: 1 month ago
A
ব্রজাঙ্গনা
B
মেঘনাদবধ
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
'ব্রজাঙ্গনা' কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬১
-
বিষয়: রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য
-
ধরণ ও রচনা:
-
'ওড্' জাতীয় গীতিকবিতা
-
দুই খণ্ডে রচনার পরিকল্পনা: বিরহ ও মিলন (মিলন খণ্ড অসম্পূর্ণ)
-
-
নায়িকা: রাধা
-
মধুসূদন দত্তের মন্তব্য: ‘Poor Old Mrs. Radha of Braja’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'গেরিলা' কবিতাটি শামসুর রাহমান রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা

0
Updated: 1 month ago