A
ব্র্যাক ব্যাংক
B
ব্যাংক এশিয়া
C
ইস্টার্ন ব্যাংক
D
ডাচ বাংলা ব্যাংক
উত্তরের বিবরণ
বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড – বাংলাদেশ
-
প্রবর্তক: ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ডের সহযোগিতায়
-
প্রবর্তনের তারিখ: ৫ জুলাই, ২০২৫
-
উদ্বোধক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর
-
প্রযুক্তি সরবরাহকারী: IDEX Biometrics, Kona I, Infineon Technologies
-
বিশেষত্ব:
-
পিন বা স্বাক্ষরের প্রয়োজন নেই
-
গ্রাহকের তথ্য সরাসরি কার্ডে সংরক্ষিত
-
হোমকিট ব্যবহার করে ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন
-
মাস্টারকার্ডের আইডেন্টিটি থেফট প্রোটেকশন প্রযুক্তি দিয়ে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত
-
-
উদ্দেশ্য: গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও অপব্যবহার রোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা

0
Updated: 2 weeks ago
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
Created: 1 week ago
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
মধ্যযুগের সাহিত্য 'জ্ঞানপ্রদীপ' রচনা করেন কে?
Created: 1 week ago
A
ফকির গরিবুল্লাহ
B
সৈয়দ সুলতান
C
শাহ মুহাম্মদ সগীর
D
সৈয়দ হামজা
সৈয়দ সুলতান
-
বাসস্থান: চট্টগ্রামের চক্রশালা চাকলার অধীন পটিয়া গ্রাম।
-
তাঁর শিষ্য ছিলেন মুহম্মদ খান (মক্তুল হুসেন কাব্যের রচয়িতা)।
-
তিনি মূলত কাহিনীকাব্য ও শাস্ত্রকাব্য রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্য
-
নবীবংশ
-
জ্ঞানপ্রদীপ
-
জ্ঞানচৌতিশা
-
শব-ই-মিরাজ
-
ওফাত-উ-রসুল
-
জয়কুম রাজার লড়াই
📖 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন -
Created: 6 days ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
অন্নদাশঙ্কর রায়
C
গোবিন্দচন্দ্র দাস
D
অমিয় চক্রবর্তী
অন্নদাশঙ্কর রায়
-
পেশা: কবি, লেখক, ছড়াকার
-
ছদ্মনাম: লীলাময় রায়
-
ভ্রমণকাহিনি:
-
পথে প্রবাসে
-
ইউরোপের চিঠি
-
-
প্রথম কবিতাগ্রন্থ: রাখী (১৯৩২)
অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসসমূহ
-
কঙ্কাবতী
-
দুঃখমোচন
-
অপসরণ
-
অজ্ঞাতবাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago