A
২৫. ৩৩ বিলিয়ন ডলার
B
২৭. ৩৩ বিলিয়ন ডলার
C
৩০. ৩৩ বিলিয়ন ডলার
D
৩৫. ৩৩ বিলিয়ন ডলার
উত্তরের বিবরণ
২০২৪–২৫ অর্থবছরের প্রবাসী আয় ও রপ্তানি
-
প্রবাসী আয়:
-
উৎস: বাংলাদেশ ব্যাংক
-
মোট আয়: প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলার
-
এতো প্রবাসী আয় দেশে আগে কোনো অর্থবছরে আসেনি।
-
আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি: ৬.৪২ বিলিয়ন ডলার (২৬.৮%)
-
জুন মাসের আয়: ২.৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩০ জুন একদিনে এসেছে ১১.৩ মিলিয়ন ডলার
-
বৃদ্ধির কারণ: হুন্ডি রোধে কঠোর অবস্থান, বৈধ রেমিট্যান্স প্রণোদনা, রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করা ইত্যাদি
-
-
পণ্য রপ্তানি:
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
-
২০২৪–২৫ অর্থবছরে পণ্য রপ্তানি: ৪,৮২৮ কোটি ডলার
-
বৃদ্ধি: আগের অর্থবছরের তুলনায় ৮.৫৮%
-
২০২৩–২৪ অর্থবছরের রপ্তানি: ৪,৪৪৭ কোটি ডলার
-
-
উল্লেখযোগ্য: প্রবাসী আয় ও রপ্তানি উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার অবস্থা শক্তিশালী করতে সহায়ক।

0
Updated: 2 weeks ago
নুরুল মোমেন রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 week ago
A
রূপান্তর
B
রূপলেখা
C
নেমেসিস
D
আলোছায়া
নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন।
- ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়। তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'। ১৯৪৮ সালে ‘বহুরূপা’ নামক রম্যরচনাটি প্রকাশিত হয়।
নুরুল মোমেন রচিত অন্যান্য রম্যগ্রন্থ হলো:
- নরসুন্দর,
- হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।
নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ:
- নেমেসিস,
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।

0
Updated: 1 week ago
'লায়লী মজনু' কাব্যের রচয়িতা কে?
Created: 1 week ago
A
আলাওল
B
দৌলত উজির বাহরাম খান
C
দৌলত কাজী
D
শাহ মুহম্মদ সগীর
লায়লী-মজনু কাব্য
-
রচয়িতা: দৌলত উজির বাহরাম খান
-
রচনাকাল:
-
আহমদ শরীফের মতে: ১৫৪৩–১৫৫৩
-
শহীদুল্লাহর মতে: ১৬৬৯ খ্রিষ্টাব্দ
-
-
মূল উৎস: ইরানি কবি জামির লায়লী ওয়া-মজনুন কাব্যের ভাবানুবাদ
-
দেশ: ইরান
-
বিষয়বস্তু ও বৈশিষ্ট্য:
-
আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রেম ও প্রবৃত্তির প্রাধান্য
-
প্রধান চরিত্র: আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 1 week ago
'লাইলী মজনু' কাব্যের মূল উপাখ্যান কোন দেশের?
Created: 2 weeks ago
A
পাকিস্থান
B
ইরান
C
ইরাক
D
শামদেশ
লায়লী মজনু
-
লায়লী মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান।
-
রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে—আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালের মধ্যে, আর মুহম্মদ শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
-
এটি পারস্যের কবি জামি-এর লায়লী ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ।
-
কাব্যের উপাখ্যানের দেশ ইরান।
-
এতে আধ্যাত্মিকতার তুলনায় মানবিক প্রবৃত্তি বেশি প্রাধান্য পেয়েছে।
-
কাহিনির প্রধান চরিত্র আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

0
Updated: 2 weeks ago