'জুলাই শহীদ দিবস' পালিত হয় কবে?
A
১৬ জুলাই
B
১৮ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
উত্তরের বিবরণ
‘জুলাই শহীদ দিবস’
-
উদযাপনের তারিখ: প্রতি বছর ১৬ জুলাই
-
ঘটনার প্রেক্ষাপট:
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার এই দিবস ঘোষণা করে। -
ঘোষণা তারিখ: ২ জুলাই, ২০২৫ (মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে)
-
দিবসের শ্রেণি: জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত
-
সম্পর্কিত দিবস: ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে চিহ্নিত।
-
উদ্দেশ্য: শহীদ আবু সাঈদের ত্যাগ ও গণঅভ্যুত্থানকে স্মরণ করা।

0
Updated: 2 months ago
'মহাজন' নামে পরিচিত ছিলেন কোন কাব্যধারার পদকর্তারা?
Created: 3 weeks ago
A
শ্রীকৃষ্ণকীর্তন
B
মঙ্গলকাব্য
C
চর্যাপদ
D
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগে রচিত এক গুরুত্বপূর্ণ কাব্যধারা, যা বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে গড়ে উঠেছে। এটি বাংলা সাহিত্যের অন্যতম গৌরবময় সৃষ্টি।
-
বৈষ্ণব সাহিত্য মূলত বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে রচিত।
-
রাধা-কৃষ্ণের প্রেমলীলা এই সাহিত্যধারার মূল উপজীব্য।
-
জয়দেবের গীতগোবিন্দম্ (১২শ শতকে সংস্কৃতে রচিত) এ ধারার প্রথম কাব্য হিসেবে বিবেচিত।
-
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য।
-
পদাবলি সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য হিসেবে কাজ করে। বৈষ্ণব সমাজে মহাজন পদাবলি রচয়িতা ও পদকর্তাদের মহাজন নামে পরিচিত।
-
বৈষ্ণব মতে, স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান এবং এটি রাধা-কৃষ্ণের প্রেমলীলার মাধ্যমে উপলব্ধি করা হয়।
-
বাংলাদেশে শ্রীচৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে বৈষ্ণব পদাবলি ব্যাপকভাবে বিকশিত হয়।
-
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সর্বাধিক সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য তিন প্রকার:
১. জীবনীকাব্য
২. বৈষ্ণব শাস্ত্র
৩. বৈষ্ণব পদাবলি

0
Updated: 3 weeks ago
দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে কোথায়?
Created: 2 months ago
A
ঢাকায়
B
কুমিল্লায়
C
নারায়ণগঞ্জে
D
সিরাজগঞ্জে
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ – নারায়ণগঞ্জ
-
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
-
শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।
-
স্মৃতিস্তম্ভটি ১৩ জুলাই, ২০২৫ জেলা সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
স্মৃতিস্তম্ভের ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মোট ৫৬ জন শহিদ হন।
-
নিহতদের মধ্যে ২১ জন স্থানীয় বাসিন্দা।

0
Updated: 2 months ago
মদনিকা, ভীম-সিংহ' মাইকেল মধুসূদন দত্তের কোন সাহিত্যের চরিত্র?
Created: 1 month ago
A
শর্মিষ্ঠা
B
কৃষ্ণকুমারী
C
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
D
পদ্মাবতী

0
Updated: 1 month ago