জনসংখ্যা নীতি ২০২৫ অনুসারে, বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কত জন বাস করে? [আগস্ট, ২০২৫]
A
১০১৯ জন
B
১১১৯ জন
C
১২২৯ জন
D
১৩১৯ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০২৫
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫
-
প্রকাশক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
-
রূপকল্প:
“জনসংখ্যার পরিকল্পিত উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও জনমিতির লভ্যাংশ অর্জন করা এবং একটি সুস্থ, সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।” -
মূল তথ্য:
-
জনঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিলোমিটার
-
মোট প্রজনন হার (TFR): ২.৩
-
শিশুমৃত্যু হার: ৩১ প্রতি ১,০০০ জীবিত জন্ম
-
মাতৃমৃত্যু হার: ১৩৫ প্রতি ১ লাখ জনসংখ্যা
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর বেকারত্ব: ৩.৬৪%
-
-
উদ্দেশ্য: জনসংখ্যার সুষ্ঠু পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা।

0
Updated: 2 months ago
'রোমান্টিক প্রণয়োপাখ্যান' ধারার প্রথম কবির নাম কী?
Created: 4 weeks ago
A
দৌলত কাজী
B
শেখ ফয়জুল্লাহ্
C
আব্দুল কাদির
D
শাহ মুহম্মদ সগীর
শাহ মুহম্মদ সগীর ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত।
বিশেষ অবদান:
-
রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর স্তুতি রয়েছে
-
এই কাব্য গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে রচনা করা হয়
উৎস:

0
Updated: 4 weeks ago
‘সবুজপত্র’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন?
Created: 2 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
প্রমথ চৌধুরী
C
কাজী নজরুল ইসলাম
D
শামসুর রহমান
সবুজপত্র ছিল একটি প্রভাবশালী সাহিত্যপত্রিকা, যার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এটি বাংলা গদ্যের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান অধিকার করে।
-
প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রথম প্রকাশিত হয়।
-
বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
-
বাংলা গদ্যের বিকাশে পত্রিকাটির অবদান ছিল অনন্য।
-
এটি সাধু গদ্যরীতি পরিহার করে চলিত গদ্যরীতি প্রতিষ্ঠা করে।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত গদ্যের স্বাচ্ছন্দ্য উপলব্ধি করেন এবং পরবর্তী সময়ে তা চর্চা শুরু করেন।
-
সাহিত্যচর্চার ধারায় সবুজপত্র একটি নতুন গোষ্ঠী তৈরি করে, যা পরিচিত হয় ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে।
অতিরিক্ত তথ্য: সবুজপত্র-এর লেখকদের মধ্যে প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস প্রমুখ ছিলেন। এটি বাংলা সাহিত্যে চলিত ভাষা আন্দোলনের পথিকৃৎ হিসেবে গণ্য হয়।

0
Updated: 2 weeks ago
"সকলেই কবি নন,
কেউ কেউ কবি" - এটি কার উক্তি?
Created: 1 month ago
A
জীবনানন্দ দাশ
B
অমিয় চক্রবর্তী
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
জসীম উদ্দীন
• কবি জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ গ্রন্থ: কবিতার কথা
-
বিখ্যাত উক্তি: সকলেই কবি নন, কেউ কেউ কবি।
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
শিক্ষাজীবন:
-
বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক (১৯১৫)
-
বি এম কলেজ থেকে আই.এ (১৯১৭)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ (১৯১৯)
-
ইংরেজিতে এম.এ (১৯২১)
-
-
মৃত্যু: ১৪ অক্টোবর ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
উৎস
বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago