A
টোকিও, জাপান
B
সাংহাই, চীন
C
সিউল, দক্ষিণ কোরিয়া
D
বেইজিং, চীন
No subjects available.
উত্তরের বিবরণ
বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন-২০২৫
-
তারিখ ও স্থান: ২৬–২৮ জুলাই, ২০২৫, সাংহাই, চীন
-
মূল প্রতিপাদ্য: “Global Solidarity in the AI Era” (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক ঐক্য)
-
উল্লেখযোগ্য তথ্য:
-
অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: ৮০০+
-
প্রদর্শিত AI উদ্ভাবন: ৩,০০০+
-
বড় ভাষার মডেল (LLM): ৪০+
-
স্মার্ট ডিভাইস: ৫০+
-
বুদ্ধিমান রোবট: ৬০+
-
বিশেষ অতিথি: ১২০+ জন, যার মধ্যে ১২ জন টুরিং ও নোবেল পুরষ্কারপ্রাপ্ত, এছাড়া ওপেনএআই ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
-
-
গুরুত্ব: বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী AI ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন।

0
Updated: 2 weeks ago
'বিদ্যাসুন্দর' কাব্যের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
আবদুল হাকিম
B
সাবিরিদ খান
C
দৌলত কাজী
D
মুহম্মদ কবীর
বিদ্যাসুন্দর
-
বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা সাবিরিদ খান, যিনি মধ্যযুগের বাংলা কবি।
-
কাহিনি রচনায় তিনি প্রচলিত লোককাহিনি অবলম্বন করেছেন।
-
বিদ্যাসুন্দরের কাহিনি কালিকামঙ্গল ধারার অন্তর্গত।
সাবিরিদ খানের আখ্যানমূলক কাব্যসমূহ:
-
বিদ্যাসুন্দর
-
রসুল বিজয়
-
হানিফা-কয়রাপরী

0
Updated: 2 weeks ago
‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' - উক্তিটি মুনীর চৌধুরী রচিত কোন নাটকের অন্তর্ভুক্ত?
Created: 6 days ago
A
রক্তাক্ত প্রান্তর
B
কবর
C
মহাশ্মশান
D
জোহরা
‘রক্তাক্ত প্রান্তর’ নাটক
-
লেখক: মুনীর চৌধুরী
-
উৎসাহ / প্রেরণা: মহাকবি কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থের কাহিনি
-
ধরণ: ইতিহাস-আশ্রিত নাটক (ঐতিহাসিক নয়)
-
ঘটনার প্রেক্ষাপট: পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১)
-
গঠন: তিন অঙ্ক বিশিষ্ট নাটক
-
জনপ্রিয় উক্তি:
‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।’ — নবাব সুজাউদ্দৌলা
-
প্রধান চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা
মুনীর চৌধুরী
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ
-
পেশা: শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক
-
রাজনৈতিক/সাংস্কৃতিক সংযোগ: বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন
মুনীর চৌধুরীর নাটকসমূহ
মৌলিক নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 6 days ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 6 days ago