সম্প্রতি, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলন- ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
A
টোকিও, জাপান
B
সাংহাই, চীন
C
সিউল, দক্ষিণ কোরিয়া
D
বেইজিং, চীন
উত্তরের বিবরণ
বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন-২০২৫
-
তারিখ ও স্থান: ২৬–২৮ জুলাই, ২০২৫, সাংহাই, চীন
-
মূল প্রতিপাদ্য: “Global Solidarity in the AI Era” (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক ঐক্য)
-
উল্লেখযোগ্য তথ্য:
-
অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: ৮০০+
-
প্রদর্শিত AI উদ্ভাবন: ৩,০০০+
-
বড় ভাষার মডেল (LLM): ৪০+
-
স্মার্ট ডিভাইস: ৫০+
-
বুদ্ধিমান রোবট: ৬০+
-
বিশেষ অতিথি: ১২০+ জন, যার মধ্যে ১২ জন টুরিং ও নোবেল পুরষ্কারপ্রাপ্ত, এছাড়া ওপেনএআই ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
-
-
গুরুত্ব: বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী AI ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন।

0
Updated: 2 months ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
তিলোত্তমাসম্ভব কাব্য
B
দ্য ক্যাপটিভ লেডি
C
মেঘনাদবধ কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
✦ ব্যক্তিত্ব: মাইকেল মধুসূদন দত্ত
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা
পেশা: মহাকবি, নাট্যকার
ভাষা ও সাহিত্য অবদান:
-
বাংলা ভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: পদ্মাবতী নাটক (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক)
-
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ (ইংরেজিতে): দ্য ক্যাপটিভ লেডি
✦ নাটকসমূহ
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
✦ কাব্যসমূহ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
✦ প্রহসনসমূহ
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
শাহ মুহাম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন?
Created: 1 month ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
আলাউদ্দিন হোসেন শাহ
C
শামসুদ্দীন ইলিয়াস শাহ
D
ফখরুদ্দিন মোবারক শাহ
শাহ মুহাম্মদ সগীর
-
পরিচিতি: মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি
-
জন্মকাল: আনুমানিক ১৪শ শতকের শেষ থেকে ১৫শ শতকের মধ্যে
-
পৃষ্ঠপোষক: গিয়াসউদ্দিন আজম শাহ
-
প্রধান রচনা: ‘ইউসুফ জুলেখা’ কাব্য
-
উৎস: পারসি কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ জুলেখা’ থেকে গল্প গ্রহণ
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৮৯-১৪১০) এর স্তুতি বিদ্যমান
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
"সকলেই কবি নন,
কেউ কেউ কবি" - এটি কার উক্তি?
Created: 1 month ago
A
জীবনানন্দ দাশ
B
অমিয় চক্রবর্তী
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
জসীম উদ্দীন
• কবি জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ গ্রন্থ: কবিতার কথা
-
বিখ্যাত উক্তি: সকলেই কবি নন, কেউ কেউ কবি।
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
শিক্ষাজীবন:
-
বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক (১৯১৫)
-
বি এম কলেজ থেকে আই.এ (১৯১৭)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ (১৯১৯)
-
ইংরেজিতে এম.এ (১৯২১)
-
-
মৃত্যু: ১৪ অক্টোবর ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
উৎস
বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago