আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস পালিত হয় কবে?
A
১১ জুলাই
B
১৫ জুলাই
C
১৭ জুলাই
D
২০ জুলাই
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
-
তারিখ: প্রতি বছর ১৭ জুলাই
-
প্রথম পালিত: ২০০৩
-
প্রেক্ষাপট: ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গঠিত হয়।
-
উদ্দেশ্য: মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।

0
Updated: 2 months ago
‘যোগাযোগ’ উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম কী?
Created: 1 month ago
A
নিখিলেস
B
অমিত
C
মধুসূদন
D
নবকুমার
সঠিক উত্তর হলো: গ) মধুসূদন
অন্যান্য অপশনের ব্যাখ্যা:
-
নিখিলেশ: তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের চরিত্র।
-
অমিত: তিনি শেষের কবিতা উপন্যাসের নায়ক।
-
নবকুমার: তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র।
যোগাযোগ উপন্যাস সম্পর্কিত আলোচনা
রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরে উপন্যাসটির নামকরণ হয় যোগাযোগ। এই উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম হলো মধুসূদন।
কাহিনিতে কুমোদিনী ও মধুসূদনের সম্পর্কের মধ্য দিয়ে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, শ্রেণিগত বৈষম্য, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও টানাপোড়েন ফুটে উঠেছে। শেষ পর্যন্ত কুমোদিনী দ্বিধাগ্রস্ত অবস্থায় স্বামীর কাছে সমর্পিত হলেও তার ভেতরে এক বিদ্রোহী নারীর সত্তা স্পষ্টভাবে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়

0
Updated: 1 month ago
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কাকিল্যা গ্রাম বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য-
Created: 3 weeks ago
A
বৈষ্ণব পুথির প্রাপ্তিস্থান হিসেবে
B
মনসামঙ্গল কাব্যের পুথির প্রাপ্তিস্থান হিসেবে
C
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুথির প্রাপ্তিস্থান হিসেবে
D
শূন্যপুরাণের পুথির প্রাপ্তিস্থান হিসেবে
শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলোর একটি, যেখানে রাধাকৃষ্ণের প্রেমকাহিনির মাধ্যমে ঈশ্বরতত্ত্ব প্রকাশ করা হয়েছে। বড়ু চণ্ডীদাস এর রচয়িতা হিসেবে স্বীকৃত। এটি বাংলা ভাষায় রচিত প্রথম দিকের পূর্ণাঙ্গ কাব্য হিসেবে বিশেষ মর্যাদাপ্রাপ্ত।
-
কবি পরিচয়: বড়ু চণ্ডীদাস আনুমানিক ১৩০৯ খ্রিস্টাব্দে (স্থান নিয়ে মতভেদ আছে—বাঁকুড়ার ছাতনা কিংবা বীরভূমের নানুর) জন্মগ্রহণ করেন।
-
কাব্য পরিচয়: ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে রচিত, যা ঈশ্বরতত্ত্বের প্রকাশ ঘটায়। এটি বাংলা ভাষায় মধ্যযুগে রচিত প্রথম কাব্যগ্রন্থ।
-
আবিষ্কার: ১৯০৯ খ্রিস্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাসের দৌহিত্র শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে পুঁথিটি আবিষ্কার করেন।
-
প্রকাশনা: ১৯১৬ খ্রিস্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় এটি প্রকাশিত হয়।
-
অন্য নাম: শ্রীকৃষ্ণকীর্তনকে শ্রীকৃষ্ণসন্দর্ভ নামেও ডাকা হয়।
-
চরিত্র: প্রধান চরিত্র তিনটি—কৃষ্ণ, রাধা ও বড়ায়ি।
-
বৈশিষ্ট্য:
-
কাহিনিতে ঘাত-প্রতিঘাত, বাক-বিতণ্ডা, রাগ-দ্বেষের উপস্থিতি রয়েছে, যা কাব্যটিকে গতিশীল ও নাট্যরসাশ্রিত করেছে।
-
এতে শৃঙ্গাররস প্রধান, তবে গীতিরসের প্রাধান্যও লক্ষণীয়।
-
কাব্যটি ঝুমুর গানের প্রভাবে রচিত।
-
এটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত।
-
-
গঠন: মোট ১৩ খণ্ডে বিভক্ত এবং এতে ৪১৮টি পদ রয়েছে।

0
Updated: 3 weeks ago
জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ এ বাংলাদেশের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
১০৪তম
B
১১৪তম
C
১২৪তম
D
১৩৪তম
টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২৫
-
প্রতিবেদনের শিরোনাম: Sustainable Development Report 2025
-
প্রকাশকাল: জুলাই, ২০২৫
-
প্রকাশক: জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN)
-
অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি
শীর্ষ ৩ দেশ:
১. ফিনল্যান্ড
২. সুইডেন
৩. ডেনমার্ক
সর্বনিম্ন ৩ দেশ:
১৬৫. শাদ
১৬৬. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
১৬৭. দক্ষিণ সুদান

0
Updated: 2 months ago