A
১১ জুলাই
B
১৫ জুলাই
C
১৭ জুলাই
D
২০ জুলাই
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
-
তারিখ: প্রতি বছর ১৭ জুলাই
-
প্রথম পালিত: ২০০৩
-
প্রেক্ষাপট: ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গঠিত হয়।
-
উদ্দেশ্য: মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।

0
Updated: 2 weeks ago
'আরণ্যক' উপন্যাসের লেখক কে?
Created: 5 days ago
A
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B
অদ্বৈত মল্লবর্মণ
C
গোবিন্দচন্দ্র দাস
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✦ আরণ্যক (উপন্যাস)
-
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
-
বিষয়: ভাগলপুরের নিকটবর্তী বনাঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র।
-
প্রধান চরিত্রসমূহ: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।
-
বিশেষত্ব: প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্ক, বনাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট ও সংগ্রাম এই উপন্যাসে জীবন্তভাবে ফুটে উঠেছে।
✦ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪–১৯৫০)
-
জন্ম: ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে।
-
সাহিত্যজীবন শুরু: ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১ খ্রিস্টাব্দে) প্রবাসী পত্রিকায় “উপেক্ষিতা” গল্প প্রকাশের মাধ্যমে।
-
মর্যাদা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বাংলা কথাসাহিত্যে সর্বাধিক জনপ্রিয় সাহিত্যিক।
-
সাংবাদিকতা: হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
✦ বিভূতিভূষণের উল্লেখযোগ্য উপন্যাস
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ ইত্যাদি

0
Updated: 5 days ago
বিষ্ণু দে রচিত ‘সাত ভাই চম্পা’ কী ধরনের গ্রন্থ?
Created: 1 week ago
A
উপন্যাস
B
প্রবন্ধগ্রন্থ
C
গল্পগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
‘সাত ভাই চম্পা’ (কাব্যগ্রন্থ)
-
রচয়িতা: বিষ্ণু দে
-
ধরণ: কাব্যগ্রন্থ
বিষ্ণু দে
-
জন্ম: ১৮ জুলাই ১৯০৯, কলকাতার পটলডাঙ্গা।
-
পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম।
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
-
কবিতায় প্রভাব: টি.এস. এলিয়টের কবিতা।
-
সম্পাদকীয় কাজ:
-
পরিচয় পত্রিকা (১৯৩১–১৯৪৭) → সম্পাদক
-
সাহিত্যপত্র (১৯৪৮) → প্রকাশিত পত্রিকা
-
-
মৃত্যু: ৩ ডিসেম্বর ১৯৮২, কলকাতা।
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ

0
Updated: 1 week ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 5 days ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 5 days ago