A
১০৪তম
B
১১৪তম
C
১২৪তম
D
১৩৪তম
উত্তরের বিবরণ
টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২৫
-
প্রতিবেদনের শিরোনাম: Sustainable Development Report 2025
-
প্রকাশকাল: জুলাই, ২০২৫
-
প্রকাশক: জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN)
-
অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি
শীর্ষ ৩ দেশ:
১. ফিনল্যান্ড
২. সুইডেন
৩. ডেনমার্ক
সর্বনিম্ন ৩ দেশ:
১৬৫. শাদ
১৬৬. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
১৬৭. দক্ষিণ সুদান

0
Updated: 2 weeks ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
Created: 2 weeks ago
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 2 weeks ago
'কুরুক্ষেত্র' নবীনচন্দ্র সেন রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 6 days ago
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
নাটক
D
প্রবন্ধ
নবীনচন্দ্র সেন
-
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, নোয়াপাড়া, চট্টগ্রাম
-
শিক্ষা:
-
চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫)
-
জেনারেল অ্যাসেম্বি ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮)
-
-
মৃত্যু: ১৯০৯ সালের ২৩ জানুয়ারি
নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ
-
অবকাশরঞ্জিনী
-
পলাশীর যুদ্ধ
-
রৈবতক
-
কুরুক্ষেত্র
-
প্রভাস
-
অমৃতাভ

0
Updated: 6 days ago
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন -
Created: 6 days ago
A
নবীনচন্দ্র সেন
B
বিষ্ণু দে
C
অদ্বৈত মল্লবর্মণ
D
অতুলপ্রসাদ সেন
বিষ্ণু দে
-
জন্ম: ১৯০৯, ১৮ জুলাই, পটলডাঙ্গা, কলকাতা
-
মৃত্যু: ১৯৮২, ৩ ডিসেম্বর, কলকাতা
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যিক প্রভাব:
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার প্রধান পাঁচজন কবির মধ্যে একজন
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ
-
কবিতায় টি.এস. এলিয়টের প্রভাব প্রতিফলিত
-
-
সম্পাদনা ও প্রকাশনা:
-
‘পরিচয়’ পত্রিকা (১৯৩১–১৯৪৭)
-
‘সাহিত্যপত্র’ (১৯৪৮)
-
প্রধান কাব্যগ্রন্থ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago