সম্প্রতি, কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র ৩য় বারের মতো সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে? [আগস্ট, ২০২৫]
A
ইউনিসেফ
B
ইউনেস্কো
C
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
D
হিউম্যান রাইটস ওয়াচ
উত্তরের বিবরণ
ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার ঘোষণা
-
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, তারা ইউনেস্কো থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকরভাবে সরে দাঁড়াবে।
-
প্রধান কারণ:
-
ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান
-
মার্কিন প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এর সঙ্গে সংঘাত
-
পটভূমি:
-
১৯৮৩: প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইউনেস্কোকে ‘সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।
-
পরে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ আমলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্য হয়।
-
২০১৭: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন।
-
পরে, প্রেসিডেন্ট জো বাইডেন আমলে দেশটি পুনরায় সদস্যপদ ফিরে পায়।

0
Updated: 2 months ago
'বাংলা গদ্যের জনক' বলা হয় কাকে?
Created: 3 weeks ago
A
রামমোহন রায়
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
উইলিয়াম কেরি
D
রামরাম বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়।
কারণ:
-
তৎকালীন গদ্যরচনাকারীদের মধ্যে গদ্যের কাঠামো ও বাক্যের ভারসাম্য গঠনে সর্বাধিক প্রভাব বিস্তার করেছিলেন।
-
সমকালীন গদ্যলেখক অক্ষয়কুমার দত্ত বাংলা গদ্যের জটিলতা দূর করে তা ব্যবহারোপযোগী করেছিলেন; বিদ্যাসাগর সেই গদ্যরীতিতে লালিত্য ও নমনীয়তা যোগ করে ভাষার মধ্যে প্রাণচাঞ্চল্য সঞ্চার করেন।
-
বাংলা ভাষার ধ্বনিপ্রবাহ অনুধাবন করে বাক্যে স্বাভাবিক শব্দানুবৃত্তি এবং পরিমিতিবোধ সৃষ্টি করেছেন।
-
বিদ্যাসাগরের পূর্ববর্তী গদ্যের তুলনায় তাঁর সুষম বাক্যগঠন এবং সচেষ্ট রচনা বৈশিষ্ট্য পরিস্কারভাবে লক্ষণীয়।
-
তাঁর সৃষ্ট গদ্যরীতি পরবর্তী পর্যায়ে বাংলা গদ্যের পরিণত রূপের ভিত্তি স্থাপন করেছে।

0
Updated: 3 weeks ago
বাংলা সনেটের আদি গ্রন্থ কোনটি ?
Created: 1 month ago
A
বীরাঙ্গনা কাব্য
B
মেঘনাদবধ কাব্য
C
তিলোত্তমাসম্ভব কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
‘চতুর্দশপদী কবিতাবলি’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
-
মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি; সে বিচারে এটি বাংলা সনেটের আদি গ্রন্থ।
-
প্রকাশকাল: ১লা অগস্ট ১৮৬৬ (গ্রন্থাকারে)।
-
কবিতাগুলি প্রবাসে রচিত।
-
সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং অধিকাংশ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন?
Created: 4 weeks ago
A
মীর মশাররফ হোসেন
B
প্রথম চৌধুরী
C
মুনীর চৌধুরী
D
মোতাহের হোসেন চৌধুরী
প্রমথ চৌধুরী
-
সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
জন্ম: ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: ‘বীরবল’।
-
তাঁর রচনা ‘বীরবলের হালখাতা’ ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
-
তিনি ‘সবুজপত্র’ পত্রিকাটি সম্পাদনা করেন।
বিখ্যাত কিছু উক্তি:
-
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
-
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে।
-
আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।
-
সাহিত্যে মানবত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে।
-
যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।
-
যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।

0
Updated: 4 weeks ago