সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়শিপ- ২০২৫ এর শিরোপা জয়ী দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
A
নেপাল
B
ভারত
C
বাংলাদেশ
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৫
-
আয়োজন: ১১–২১ জুলাই ২০২৫, ঢাকা।
-
চ্যাম্পিয়ন: বাংলাদেশ
-
ফাইনাল ম্যাচ: বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা
-
ফলাফল: বাংলাদেশ ৪–০ নেপাল
-
বাংলাদেশের চারটি গোলের সবটি করেছেন মোসাম্মৎ সাগরিকা।
-
মোট ম্যাচ: ৬
-
অর্জিত পয়েন্ট: ১৮
-
এটি বাংলাদেশের পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হওয়া।
-
-
রানার্সআপ: নেপাল, ১২ পয়েন্ট
-
তৃতীয় স্থান: ভুটান, ৬ পয়েন্ট

0
Updated: 2 months ago
’সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
ফররুখ আহমদ
B
আহসান হাবিব
C
হাসান হাফিজুর রহমান
D
শামসুর রাহমান
ফররুখ আহমদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি, যিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। তাঁর কাব্যের মূল লক্ষ্য ছিল মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন এবং জাতীয় চেতনার পুনর্জাগরণ। পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ এবং আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ফররুখ আহমদ হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার এবং পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
উৎস:

0
Updated: 1 month ago
‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।।’-পদটির রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
ভুসুকুপা
B
ঢেণ্ডণপা
C
সরহপা
D
কঙ্কণপা
চর্যাপদ – ঢেণ্ডণপা
পদ:
‘টালত মোর ঘর নাহি পড়ambresী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।’
-
চর্যাপদ ৩৩ নং পদ।
-
রচয়িতা: ঢেণ্ডণপা
অর্থ:
লোকশূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।
এ পদে বাঙালি জীবনের চিরায়ত দারিদ্র্যের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে।
ঢেণ্ডণপা সম্পর্কে:
-
নবম শতকের কবি।
-
পেশায় তাঁতি ছিলেন।
-
চর্যাপদে তাঁর রচিত পদসংখ্যা: ১টি (৩৩ নং পদ)।
চর্যাপদে উল্লেখিত প্রবাদবাক্য ৬টি:
১. আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)
২. দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৩. হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)
৪. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৫. বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা, ৩৯ নং পদ)
৬. আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা, ৪৪ নং পদ)

0
Updated: 2 weeks ago
'ভিখু ও পাঁচী' চরিত্র দুটির স্রষ্টা কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রাগৈতিহাসিক গল্প
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
-
প্রধান চরিত্র: ভিখু ও পাঁচী।
-
মূলভাব:
-
মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
-
জৈব ক্ষুধার জন্য মানুষ পশুত্বে পর্যবসিত হতে পারে—এ কথাই গল্পে প্রতিফলিত।
-
মানুষের জৈব প্রেরণা আদিম প্রবৃত্তি, যা জন্মগতভাবে কামনা-বাসনার সঙ্গে যুক্ত।
-
ভিখু ও পাঁচী তাদের জৈব তাড়না সন্তানদের মধ্যেও সঞ্চারিত করবে—এই ধারাই গল্পকে "প্রাগৈতিহাসিক" করে তোলে।
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প
-
অতসী মামী
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
হলুদ পোড়া
-
ভেজাল
-
ছোট বকুলপুরের যাত্রী
-
আত্মহত্যার অধিকার ইত্যাদি

0
Updated: 1 month ago