A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
ঢাকা সেনানিবাসে
C
জয়দেবপুর চৌরাস্তায়
D
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
উত্তরের বিবরণ
ভাস্কর হামিদুজ্জামান খান
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্য তাঁর সৃষ্টি।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অধিকাংশ ভাস্কর্য তাঁর হাতে নির্মিত।
-
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে মিলিত হয়ে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
-
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য:
-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জাগ্রত বাংলা’
-
ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’
-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’
-
আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’
-
মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
-
জীবনবৃত্তান্ত:
-
জন্ম: ১৯৪৬ সালের ১৬ মার্চ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম।
-
সম্মাননা: ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক।
-
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ঢাকার ইউনাইটেড হাসপাতালে, বয়স ৭৯ বছর।

0
Updated: 2 weeks ago
‘শূন্যপুরাণ’ প্রকাশ করেন কে?
Created: 1 week ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
নাগেন্দ্রনাথ বসু
C
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
রাজেন্দ্রলাল মিত্র
‘শূণ্যপুরাণ’
-
রচয়িতা: রামাই পণ্ডিত
-
বিষয়: ধর্মপূজাপদ্ধতি সম্পর্কিত ধর্মীয় তত্ত্বগ্রন্থ
-
সাহিত্যকাল: অন্ধকার যুগ
-
কারো মতে ১৩শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে রচিত।
-
-
ধরন: গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য
-
অধ্যায়: মোট ৫১টি, প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
-
গ্রন্থের ইতিহাস: নামহীন অবস্থায় পাওয়া;
-
বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু ১৩১৪ বঙ্গাব্দে তিনটি পুথি সংগ্রহ করে ‘শূণ্যপুরাণ’ নামে প্রকাশ করেন।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
‘শকুন্তলা’ গ্রন্থটি কে রচনা করেন?
Created: 1 week ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
‘শকুন্তলা’ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত)
-
১৮৫৪ খ্রিষ্টাব্দে প্রাচীন সংস্কৃত মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম্ নাটক অবলম্বনে বিদ্যাসাগর একটি আখ্যান/উপন্যাসোপম কাহিনি রচনা করেন।
-
এর নাম দেন ‘শকুন্তলা’।
-
কাহিনি নির্মাণ ও ভাষাব্যবহারে বিদ্যাসাগর যথেষ্ট স্বাধীনতা নিয়েছেন।
-
এতে তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গি, আধুনিক মনোভাব, শিল্পবোধ ও পরিমিতি প্রকাশ পেয়েছে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮২০ খ্রি., পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে।
-
১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন। (মূল নাম: ঈশ্বরচন্দ্র শর্মা)।
-
তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।
-
তিনি প্রথম বাংলা গদ্যে যতিচিহ্ন/বিরামচিহ্ন ব্যবহার করেন।
-
তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)—এ গ্রন্থেই প্রথমবার বিরামচিহ্নের ব্যবহার দেখা যায়।

0
Updated: 1 week ago
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।" - এটি কার উক্তি?
Created: 1 week ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মীর মশাররফ হোসেন
D
কায়কোবাদ
মুহম্মদ শহীদুল্লাহ
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
-
পরিচয়: বহুভাষাবিদ, শিক্ষক, দার্শনিক; ‘জ্ঞানতাপস’ হিসেবে খ্যাত
-
ডাকনাম / খ্যাতি: চলিষ্ণু অভিধান
-
উক্তি (১৯৫২, ভাষা আন্দোলন প্রেক্ষাপট):
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"
-
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
-
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)
-
-
অন্য কাজ: বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago