এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়? [আগস্ট, ২০২৫]
A
ভারত
B
পাকিস্তান
C
বাংলাদেশ
D
সংযুক্ত আরব আমিরাত
উত্তরের বিবরণ
এশিয়া কাপ-২০২৫
-
তারিখ: ৯ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫
-
ফরম্যাট: টি-টোয়েন্টি
-
স্থান: সংযুক্ত আরব আমিরাত
-
অংশগ্রহণকারী দল: ৮টি দল
-
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
-
গ্রুপ বিভাজন:
-
এ গ্রুপ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
বি গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
-
-
ম্যাচ ব্যবস্থা: প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলবে।

0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 1 month ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
’পদ্মপাতায় জল’ বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
ক্ষণস্থায়ী
B
অহংকার
C
অসম্ভব বস্তু
D
অলীক কল্পনা
বাংলা ভাষায় কিছু বাগধারা বিশেষ অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ—
-
পদ্মপাতায় জল – অর্থ: ক্ষণস্থায়ী
-
ব্যাংঙের সর্দি – অর্থ: অসম্ভব বস্তু
-
দিবা স্বপ্ন – অর্থ: অলীক কল্পনা
-
পায়া ভারী – অর্থ: অহংকার
উৎস:

0
Updated: 1 month ago
'মোকাজান মিয়া বা ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
Created: 3 weeks ago
A
লালসালু
B
পদ্মানদীর মাঝি
C
আলালের ঘরের দুলাল
D
হাজার বছর ধরে
আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রারম্ভিক উপন্যাসগুলোর মধ্যে একটি। এটি প্রথম গ্রন্থাকারে ১৮৫৮ সালে প্রকাশিত হলেও ১৮৫৪ সাল থেকে মাসিক পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হত।
-
উপন্যাসে দেশীয় শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ এবং সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলার সমালোচনা করা হয়েছে।
-
একটি প্রসিদ্ধ সংলাপ: “দুনিয়া সাচ্চা নয়—মুই একা সাচ্চা হয়ে কি করবো?” — ঠকচাচার মুখে।
-
প্রধান চরিত্র: মোকাজান মিয়া বা ঠকচাচা।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র:
-
বাবুরাম
-
বাবুরামের পুত্র মতিলাল
-
ধূর্ত উকিল বটলর
-
অর্থলোভী বাঞ্ছারাম
-
তোষামোদকারী বক্রেশ্বর
-
-
কাহিনির একটি অংশে, ধনী বাবুরামের পুত্র মতিলাল পিতার অবহেলার কারণে অধঃপতনে পড়ে এবং পরবর্তীতে পিতার সম্পত্তি নষ্ট করে।
অন্য উপন্যাসগুলোর চরিত্রের উদাহরণ:
-
পদ্মানদীর মাঝি: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া
-
লালসালু: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা
-
হাজার বছর ধরে: নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র, বাকিরা মৃত বা বিবর্ণ

0
Updated: 3 weeks ago