বাংলাদেশে কত বছর মেয়াদী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন কার্যক্রম চালু হয়েছে? [আগস্ট, ২০২৫]
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
উত্তরের বিবরণ
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন
-
তারিখ: ১৮ জুলাই, ২০২৫
-
বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কমিশন মিশন চালুর জন্য সমঝোতা স্মারক (MoU) সই করে।
-
মেয়াদ: সইয়ের পর থেকে তিন বছর, যা শেষ হওয়ার ৯০ দিন আগে সময়সীমা বৃদ্ধির জন্য জানাতে হবে।
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (OHCHR) মূলত বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, প্রচার ও বাস্তবায়নে সহায়তা করে।
-
এটি বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন আকারে প্রকাশ করে।
-
এই প্রতিবেদন আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ ও অনুদান প্রাপ্তিতে প্রভাব ফেলে।
-
বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন রয়েছে।
-
দেশগুলো: বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।
-

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘দুই সৈনিক’ এর লেখক কে?
Created: 1 week ago
A
শওকত আলী
B
শহীদুল্লাহ কায়সার
C
শওকত ওসমান
D
সেলিনা হোসেন
‘দুই সৈনিক’ (শওকত ওসমান)
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৭৩ খ্রি.
-
উপন্যাসে ১৯৭১ সালের ২৫ মার্চের পরবর্তী কোনো দিনের অনূর্ধ্ব পাঁচ ঘণ্টার একটি ঘটনার বর্ণনা রয়েছে।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ খ্রি.; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি ইত্যাদি।

0
Updated: 1 week ago
জনসংখ্যা নীতি ২০২৫ অনুসারে, বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কত জন বাস করে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১০১৯ জন
B
১১১৯ জন
C
১২২৯ জন
D
১৩১৯ জন
বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০২৫
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫
-
প্রকাশক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
-
রূপকল্প:
“জনসংখ্যার পরিকল্পিত উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও জনমিতির লভ্যাংশ অর্জন করা এবং একটি সুস্থ, সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।” -
মূল তথ্য:
-
জনঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিলোমিটার
-
মোট প্রজনন হার (TFR): ২.৩
-
শিশুমৃত্যু হার: ৩১ প্রতি ১,০০০ জীবিত জন্ম
-
মাতৃমৃত্যু হার: ১৩৫ প্রতি ১ লাখ জনসংখ্যা
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর বেকারত্ব: ৩.৬৪%
-
-
উদ্দেশ্য: জনসংখ্যার সুষ্ঠু পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা।

0
Updated: 2 weeks ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 5 days ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 5 days ago