বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
A
১৫ কোটি ৫৭ লাখ
B
১৬ কোটি ৫৭ লাখ
C
১৭ কোটি ৫৭ লাখ
D
১৮ কোটি ৫৭ লাখ
উত্তরের বিবরণ
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন – ২০২৫
-
শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world
-
প্রকাশকাল: জুন ২০২৫
-
প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)
প্রতিবেদনের মূল তথ্য (বাংলাদেশ):
-
মোট জনসংখ্যা: ১৭ কোটি ৫৭ লাখ
-
প্রজনন হার: ২.১
-
গড় আয়ু: পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর
-
কর্মক্ষম জনসংখ্যা: দুই-তৃতীয়াংশ, প্রায় ১১৫ মিলিয়ন
-
৬৫ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা: ৭%, প্রায় ১.২ কোটি মানুষ

0
Updated: 2 months ago
কোন লেখক পঞ্চপাণ্ডবদের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে

0
Updated: 1 month ago
'মৈথিল কোকিল' নামে খ্যাত কে?
Created: 1 month ago
A
বিদ্যাপতি
B
চণ্ডীদাস
C
আলাওল
D
কালিদাস
বিদ্যাপতি
পরিচয়:
-
মিথিলার রাজসভার কবি।
-
পঞ্চদশ শতকের কবি।
উপাধি:
-
মিথিলার রাজা শিবসিংহ তাঁকে কবিকন্ঠহার উপাধিতে ভূষিত করেন।
-
তাঁকে মৈথিল কোকিল বলা হয়।
-
কারণ: কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, বিদ্যাপতি মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছিলেন।
-
সাহিত্যিক ভূমিকা:
-
বৈষ্ণব কবি।
-
পদসঙ্গীত ধারার রূপকার।
-
শ্রেষ্ঠ কীর্তি: ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক রচনা-
Created: 4 weeks ago
A
শকুন্তলা
B
ভ্রান্তিবিলাস
C
ব্রজবিলাস
D
সীতার বনবাস
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম
-
পৈতৃক পদবি: বন্দ্যোপাধ্যায়
-
স্বাক্ষর: ঈশ্বরচন্দ্র শর্মা
-
১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে
-
বাংলা গদ্যের জনক; প্রথম যতি/বিরামচিহ্ন স্থাপনকারী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি
-
বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য: প্রভাবতী সম্ভাষণ
-
ব্যাকরণগ্রন্থ: ব্যাকরণ কৌমুদী
-
মৃত্যু: ২৯ জুলাই ১৮৯১
বিখ্যাত গ্রন্থ:
-
নাটক: শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস
-
মৌলিক রচনা: অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা
-
শিক্ষামূলক গ্রন্থ: আখ্যান মঞ্জরী, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা

0
Updated: 4 weeks ago