'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
উত্তরের বিবরণ
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও:
- ডিরোজিওর পূর্ণ নাম- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের (বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক নিযুক্ত হন।
- 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- তিনি 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
'দিগদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন -
Created: 1 month ago
A
রামমোহন রায়
B
জন ক্লার্ক মার্শম্যান
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
'দিগদর্শন' বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮১৮ সালের এপ্রিল মাসে এবং এটি মাসিক পত্রিকা হিসেবে ছাপা হত। পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়।
পত্রিকার সম্পাদক ছিলেন বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যান। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে দিগ্দর্শনের কপিসমূহ সংরক্ষিত আছে।
0
Updated: 1 month ago
’দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদক কে?
Created: 1 month ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
কাজী নজরুল ইসলাম
C
আবুল কালাম শামসুদ্দীন
D
মুজাফফর আহমেদ
আবুল কালাম শামসুদ্দীন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন এবং পরে কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। তবে ১৯২০-২১ সালের খিলাফত ও অসহযোগ আন্দোলনের কারণে বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা (১৯২১) পাশ করেন।
-
জন্ম: ৩ নভেম্বর, ১৮৯৭, ত্রিশাল, ময়মনসিংহ
-
পেশা: সাংবাদিক, সাহিত্যিক
-
সম্পাদনা কাজ:
-
১৯২৩: সহযোগী সম্পাদক, দৈনিক মোহাম্মদী
-
১৯২৬: সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগ
-
১৯৩৬–১৯৫৮: দৈনিক আজাদ-এর সম্পাদনা বিভাগ, দীর্ঘ ২২ বছর
-
উল্লেখযোগ্য রচনা:
-
কচি পাতা (শিশুসাহিত্য)
-
ত্রিস্রোতা (অনুবাদ)
-
পোড়োজমি বা অনাবাদী জমি
-
দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন)
-
ইলিয়ড (বঙ্গানুবাদ)
-
পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস)
দৈনিক আজাদ পত্রিকাটিও তার দীর্ঘ সময়কাল সম্পাদনার মাধ্যমে প্রভাবশালী হয়।
0
Updated: 1 month ago
'শিখা' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯২৬ সালে
B
১৯২৭ সালে
C
১৯২৮ সালে
D
১৯২৯ সালে
শিখা পত্রিকা
-
প্রকাশকাল: ১৯২৭ সালে, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে প্রথম প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: আবুল হোসেন
-
উক্তি: "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" – প্রতিটি সংখ্যায় লেখা থাকতো।
-
মোট সংখ্যা: ৫টি
-
প্রথম সংখ্যা (১৯২৭): সম্পাদক – আবুল হোসেন
-
দ্বিতীয় সংখ্যা (১৯২৮) ও তৃতীয় সংখ্যা (১৯২৯): সম্পাদক – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা (১৯৩০): সম্পাদক – আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা (১৯৩১): সম্পাদক – আবুল ফজল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago