Choose the Modern period time frame.
A
1901 to 1939
B
1801 to 1939
C
1911 to 1949
D
1900 to 1959
উত্তরের বিবরণ
The Modern Period:
- 1901 থেকে 1939 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে the Modern Age হিসেবে ধরা হয়ে থাকে।
- 1901 সালে Queen Victoria এর মৃত্যুর মধ্য দিয়ে এই যুগ এর সুচনা হয় এবং 1939 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগ এর সমাপ্তি হয়।
- Modernism is more than a literary phenomenon.
- It includes many art forms that flourished in European countries including England.
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত। যেমন:
- The Edwardian period: 1901-1910.
- The Georgian period: 1910-193.
• English Literature Periods and their sub-ages:
1. The Old English Period (450 -1066).
2. The Middle English Period (1066 -1500).
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.
3. The Renaissance Period (1500 -1660),
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).
4. The Neoclassical Period (1660 -1785),
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).
5. The Romantic Period (1798 -1832).
6. The Victorian Period (1832 -1901),
i) The Pre-Raphaelites: (1848-1860),
ii) Aestheticism & Decadence: (1880-1901).
7. The Modern Period (1901 -1939),
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910),
2. The Georgian Period (1910-1939),
- The Modern English period was one of the most significant literary periods.
8. Present: The Post-Modern Period (1939 ).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 6 months ago
T. S. Eliot was born in -
Created: 2 months ago
A
Ireland
B
England
C
USA
D
Scotland
T. S. Eliot
-
পূর্ণ নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮, St. Louis, Missouri, USA
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫, লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: American-English poet, playwright, literary critic, editor
-
নোবেল পুরস্কার: ১৯৪৮ সালে সাহিত্যে
Notable Works:
Poems:
-
The Waste Land
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge
0
Updated: 2 months ago
In which sentence is the use of “conspicuous” incorrect or awkward?
Created: 4 weeks ago
A
He made a conspicuous effort to remain silent.
B
His conspicuous generosity won him praise.
C
She wore a conspicuous red coat.
D
The sculpture was conspicuous in the gallery.
The correct answer is – ক) He made a conspicuous effort to remain silent।
-
Conspicuous (Adjective)
-
English Meaning: Easily seen or noticed; attracting attention
-
Bangla Meaning: সহজে দৃশ্যমান; দৃষ্টিগোচর; চোখে পড়ে এমন
-
-
Example Sentences:
-
She wore a conspicuous hat that caught everyone’s eye.
-
His conspicuous absence at the meeting raised questions.
-
The bright yellow car was conspicuous even in traffic.
-
-
Option Analysis:
-
খ) His conspicuous generosity won him praise.
-
সঠিক। উদারতার বিষয়টি এতটা স্পষ্ট ও নজরকাড়া যে প্রশংসা অর্জন করেছে
-
-
গ) She wore a conspicuous red coat.
-
সঠিক। লাল কোটটি চোখে পড়ে, তাই শব্দটির ব্যবহার অর্থপূর্ণ
-
-
ঘ) The sculpture was conspicuous in the gallery.
-
সঠিক। ভাস্কর্যটি গ্যালারিতে দৃষ্টিগোচর বা চোখে পড়ার মতো ছিল
-
-
-
ভুল বা awkward ব্যবহার:
-
ক) He made a conspicuous effort to remain silent.
-
এখানে “conspicuous” ব্যবহার করা হয়েছে “effort to remain silent”-এর সাথে, যা স্ববিরোধী মনে হতে পারে
-
নীরবতার চেষ্টা সাধারণত দৃশ্যমান নয়; যদি তা এতটা নজরকাড়া হয়, তবে স্বাভাবিক নীরবতা নয়
-
এর পরিবর্তে “deliberate” বা “noticeable” effort বলা যেতে পারত, কারণ “conspicuous” এখানে কিছুটা জোরপূর্বক বা অপ্রাকৃতিক মনে হয়
-
-
0
Updated: 4 weeks ago
The novel "A Farewell to Arms" was written by -
Created: 1 month ago
A
Ernest Hemingway
B
William Shakespeare
C
George Orwell
D
Charles Dickens
A Farewell to Arms হলো Ernest Hemingway–এর লেখা তৃতীয় উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে আত্মজীবনীমূলক উপাদান লক্ষ্য করা যায়, এবং “arms” শব্দের দ্ব্যর্থপূর্ণ ব্যবহার রয়েছে—অস্ত্র এবং প্রেমিকার হাত উভয়কেই বোঝানো হয়েছে।
Characters
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
সারসংক্ষেপ
-
কেন্দ্রীয় চরিত্র দুটি হলো Frederic Henry, একজন আমেরিকান লেফটেন্যান্ট, এবং Catherine Barkley, একজন ইংরেজ নার্স।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের পরিচয় ইটালিতে ঘটে।
-
Catherine সদ্য বিধবা হলেও তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর আহত হলে Catherine তাকে সারিয়ে তুলতে তৎপর থাকে, এবং এ সময় তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
-
Catherine গর্ভবতী হয়ে পড়ে, কিন্তু Frederic কে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধ শেষে তিনি ফিরে এসে দেখতে পান Catherine অন্য শহরে চলে গেছে।
-
অবশেষে Frederic Catherine কে খুঁজে বের করে এবং তারা সুইজারল্যান্ডে পালিয়ে যায়। তবে Catherine বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়।
Ernest Hemingway (1899–1961)
-
তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক।
-
পুরো নাম Ernest Miller Hemingway।
-
তার সহজ ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ তাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক করে তুলেছে।
-
প্রথম উপন্যাস The Sun Also Rises তাকে Novelist হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
-
সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
এছাড়া The Old Man and the Sea–এর জন্য ১৯৫৩ সালে Pulitzer Prize লাভ করেন।
Notable Works
-
The Sun Also Rises
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
-
In Our Time
0
Updated: 1 month ago