Choose the Modern period time frame.
A
1901 to 1939
B
1801 to 1939
C
1911 to 1949
D
1900 to 1959
উত্তরের বিবরণ
The Modern Period:
- 1901 থেকে 1939 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে the Modern Age হিসেবে ধরা হয়ে থাকে।
- 1901 সালে Queen Victoria এর মৃত্যুর মধ্য দিয়ে এই যুগ এর সুচনা হয় এবং 1939 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগ এর সমাপ্তি হয়।
- Modernism is more than a literary phenomenon.
- It includes many art forms that flourished in European countries including England.
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত। যেমন:
- The Edwardian period: 1901-1910.
- The Georgian period: 1910-193.
• English Literature Periods and their sub-ages:
1. The Old English Period (450 -1066).
2. The Middle English Period (1066 -1500).
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.
3. The Renaissance Period (1500 -1660),
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).
4. The Neoclassical Period (1660 -1785),
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).
5. The Romantic Period (1798 -1832).
6. The Victorian Period (1832 -1901),
i) The Pre-Raphaelites: (1848-1860),
ii) Aestheticism & Decadence: (1880-1901).
7. The Modern Period (1901 -1939),
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910),
2. The Georgian Period (1910-1939),
- The Modern English period was one of the most significant literary periods.
8. Present: The Post-Modern Period (1939 ).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 5 months ago
Who is Mrs. Bennet’s favorite daughter?
Created: 2 weeks ago
A
Elizabeth
B
Jane
C
Lydia
D
Mary
Mrs. Bennet সবসময় Lydia-কে সবচেয়ে বেশি আদর করে। কারণ Lydia চঞ্চল, সামাজিক ও ফ্লার্টেশাস। কিন্তু তার এই বেপরোয়া স্বভাবই পরিবারকে লজ্জার মুখে ফেলে। Austen দেখান—অযথা প্রশ্রয় সন্তানকে নষ্ট করে। Mrs. Bennet-এর এই পক্ষপাত তার দায়িত্বহীন মাতৃত্বের প্রমাণ।

3
Updated: 2 weeks ago
"To be or not to be, that is the question."
This is taken from Shakespeare's play-
Created: 6 days ago
A
Hamlet
B
Othello
C
Macbeth
D
Julius Caesar
• "To be or not to be, that is the question."
- This is taken from Shakespeare's play Hamlet.
• Hamlet:
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় 1603 সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet ছিলেন 'prince of Denmark' যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy -এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet -এর মৃত্যুর মধ্যে দিয়ে এই tragedy -র সমাপ্তি ঘটে।
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
• Notable works:
Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.
Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.
Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

0
Updated: 6 days ago
Which one is the final book in the Harry Potter series?
Created: 1 week ago
A
Harry Potter and the Philosopher’s Stone.
B
Harry Potter and the Goblet of Fire.
C
Harry Potter and the Deathly Hallows.
D
Harry Potter and the Half-Blood Prince.
Harry Potter and the Deathly Hallows
-
J.K. Rowling-এর Harry Potter সিরিজের শেষ বই
-
সিরিজের মূল চরিত্র: Harry Potter, Hermione Granger, Ron Weasley
-
গল্প: হ্যারি ও তার বন্ধুদের ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই
-
মূল থিম: বন্ধুত্ব, সাহসিকতা, আত্মত্যাগ
J.K. Rowling
-
পূর্ণ নাম: Joanne Kathleen Rowling (জন্ম 31 July 1965, Yate, England)
-
British author, Harry Potter সিরিজের স্রষ্টা
-
উক্তি: “We are only strong as we are united, as weak as we are divided.”
Harry Potter সিরিজের বইসমূহ
-
Philosopher’s Stone
-
Chamber of Secrets
-
Prisoner of Azkaban
-
Goblet of Fire
-
Order of the Phoenix
-
Half-Blood Prince
-
Deathly Hallows

0
Updated: 1 week ago