বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোন দেশ? [আগস্ট, ২০২৫]
A
ভারত
B
জাপান
C
চীন
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার – যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র।
-
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
মোট রপ্তানির ১৭% এই বাজারের জন্য।
-
যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের পণ্যের ৮৭% হলো তৈরি পোশাক।
-
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় স্থানে রয়েছে।
-
একই সময়ে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে।

0
Updated: 2 months ago
সুফিয়া কামালের গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
অভিযাত্রিক
B
কেয়ার কাঁটা
C
সাঁঝের মায়া
D
উদাত্ত পৃথিবী
কেয়ার কাঁটা সুফিয়া কামালের একটি গল্পগ্রন্থ।
সুফিয়া কামাল:
- সুফিয়া কামাল, যাঁকে 'জননী সাহসিকা' নামে খ্যাতি প্রাপ্ত, মূলত একজন কবি ছিলেন।
- তিনি বাংলাদেশের একজন কীর্তিসম্পন্ন কবি, লেখিকা এবং নারী আন্দোলনের পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লায়।
- সুফিয়া কামাল ১৯৪৭ সালে প্রকাশিত 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তাঁর প্রথম গল্প 'সৈনিক বধূ' ১৯২৩ সালে রচিত এবং বরিশালের 'তরুণ' পত্রিকায় প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল।
গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা।

0
Updated: 1 month ago
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন?
Created: 4 weeks ago
A
মীর মশাররফ হোসেন
B
প্রথম চৌধুরী
C
মুনীর চৌধুরী
D
মোতাহের হোসেন চৌধুরী
প্রমথ চৌধুরী
-
সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
জন্ম: ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: ‘বীরবল’।
-
তাঁর রচনা ‘বীরবলের হালখাতা’ ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
-
তিনি ‘সবুজপত্র’ পত্রিকাটি সম্পাদনা করেন।
বিখ্যাত কিছু উক্তি:
-
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
-
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে।
-
আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।
-
সাহিত্যে মানবত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে।
-
যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।
-
যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।

0
Updated: 4 weeks ago
কোনটি জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ?
Created: 1 month ago
A
নক্সী কাঁথার মাঠ
B
সোজন বাদিয়ার ঘাট
C
রাখালী
D
বালুচর

0
Updated: 1 month ago