দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে কোথায়?
A
ঢাকায়
B
কুমিল্লায়
C
নারায়ণগঞ্জে
D
সিরাজগঞ্জে
উত্তরের বিবরণ
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ – নারায়ণগঞ্জ
-
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
-
শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।
-
স্মৃতিস্তম্ভটি ১৩ জুলাই, ২০২৫ জেলা সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
স্মৃতিস্তম্ভের ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মোট ৫৬ জন শহিদ হন।
-
নিহতদের মধ্যে ২১ জন স্থানীয় বাসিন্দা।

0
Updated: 2 months ago
'কবিতা' পত্রিকা'র সাথে যুক্ত ছিলেন -
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
সবগুলোই
‘কবিতা’ পত্রিকা
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
সহ-সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু:
-
শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য
-
আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ উল্লেখযোগ্য কবিই এই পত্রিকায় লিখেছেন
-

0
Updated: 1 month ago
মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে নির্দেশ করা হয় কোন নাটক কে?
Created: 6 days ago
A
বসন্তকুমারী
B
পদ্মাবতী
C
অশ্রুমতী
D
মালতী-মাধব
বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে মীর মশাররফ হোসেন একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি মুসলমান সমাজের প্রথম দিকের নাট্যকারদের অন্যতম, যিনি সামাজিক ও পারিবারিক বাস্তবতাকে নাটকের আঙ্গিকে উপস্থাপন করেন। তাঁর রচিত ‘বসন্তকুমারী’ নাটকটি বাংলা নাট্যজগতে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
মূল তথ্যসমূহ:
-
‘বসন্তকুমারী’ নাটকটি রচনা করেন মীর মশাররফ হোসেন।
-
নাটকটি প্রকাশিত হয় ১৮৭৩ সালে।
-
এটি মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক হিসেবে স্বীকৃত।
-
নাটকটির অপর নাম ‘বৃদ্ধস্য তরুণী ভার্যা’।
-
কাহিনিতে দেখা যায়—ইন্দ্রপুরের বিপত্নীক রাজা বৃদ্ধ বয়সে এক যুবতী স্ত্রী গ্রহণ করেন। পরে সেই যুবতী বিমাতা রাজপুত্রের প্রতি আকৃষ্ট হয়ে প্রেম নিবেদন করেন। রাজপুত্র তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিমাতা ষড়যন্ত্র করে রাজপরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, যার ফলে পরিণতিতে সবাই মৃত্যুবরণ করে।
-
এই নাটকে প্রেম, নৈতিকতা ও সামাজিক বিপর্যয়—এই তিনটি দিক গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
মীর মশাররফ হোসেনের দ্বিতীয় নাটক ‘জমিদার দর্পণ’ (১৮৭৩) সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদী সাহিত্য হিসেবে পরিচিত।
অন্যদিকে:
-
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচনা করেন নাটক ‘অশ্রুমতী’ এবং অনুবাদ নাটক ‘মালতী-মাধব’।
-
মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন নাটক ‘পদ্মাবতী’।

0
Updated: 6 days ago
মধ্যুযুগের সাহিত্য ধারাগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
Created: 3 weeks ago
A
জীবনী সাহিত্য
B
অনুবাদ সাহিত্য
C
লোক সাহিত্য
D
নাথ সাহিত্য
বাংলা সাহিত্যের মধ্যযুগকাল ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিস্তৃত এবং এই সময়ের সাহিত্য মূলত ধর্মকেন্দ্রিক, যেখানে মানবিক বিষয়াদি তুলনামূলকভাবে গৌণ।
বাংলা সাহিত্যের মধ্যযুগ:
-
মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিকতা, মানবতাসহ অন্যান্য বিষয়গুলো গৌণ।
-
প্রধান সাহিত্যধারা:
-
বৈষ্ণব সাহিত্য
-
মঙ্গলকাব্য
-
শাক্তপদ
-
অনুবাদ সাহিত্য
-
নাথ সাহিত্য
-
জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য
-
লোক সাহিত্যধারা
-
-
এই ধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ।
-
মধ্যযুগে প্রচলিত 'কানু ছাড়া গীত নাই' উক্তি বৈষ্ণবধারার প্রাধান্যকে নির্দেশ করে।
-
লোক সাহিত্যধারা মধ্যযুগের অন্যান্য ধারার থেকে ব্যতিক্রম; এখানে ধর্ম বা দেব-দেবীর চেয়ে মানুষের গুরুত্ব, প্রণয় ও কামনাকে কেন্দ্র করে লেখা হয়েছে।

0
Updated: 3 weeks ago