২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
উত্তরের বিবরণ
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 2 months ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যরীতিতে রচিত গ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
ইতিহাসমালা
B
লিপিমালা
C
রাজাবলি
D
তোতা ইতিহাস
রাজাবলি গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা এবং বাংলা গদ্য সাহিত্যে প্রাথমিক আধুনিকতার পরিচায়ক। এতে কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধ কাহিনির ভিত্তিতে লেখা হয়েছে এবং গদ্যরীতি আরও সুষ্ঠু ও প্রাঞ্জল রূপ পেয়েছে।
-
রাজাবলি (১৮০৮) গ্রন্থটি আরবি ও ফারসি শব্দবাহুল্য সত্ত্বেও প্রাঞ্জল ভাষার জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য।
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অন্যান্য রচনা:
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলি
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
-
অন্য প্রারম্ভিক গদ্যকার ও তাদের গ্রন্থ:
-
উইলিয়াম কেরি: ইতিহাসমালা (১৮১২)
-
রামরাম বসু: লিপিমালা (১৮০২)
-
চণ্ডীচরণ মুর্শী: তোতা ইতিহাস (১৮০৫)

0
Updated: 3 weeks ago
সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কী?
Created: 1 month ago
A
টেকচাঁদ ঠাকুর
B
ভ্রমর
C
চিত্রগুপ্ত
D
কালকূট
বাংলা লেখকদের ছদ্মনাম
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
-
সমরেশ বসু – কালকূট, ভ্রমর
-
প্যারীচাঁদ মিত্র – টেকচাঁদ ঠাকুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" - পঙ্ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
সাম্যবাদী
B
সর্বহারা
C
অগ্নি-বীণা
D
বিষের বাঁশি
সাম্যবাদী কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২৫
-
মোট কবিতা: ১১ টি
-
প্রধান বিষয়বস্তু: মানুষের সমতা ও সমঅধিকার
-
প্রথম কবিতা: সাম্যবাদী
-
বিখ্যাত কবিতা: নারী
‘নারী’ কবিতার সংক্ষিপ্ত ভাবার্থ
-
কবি এখানে নারী ও পুরুষকে সমমানের হিসেবে দেখান।
-
বিশ্বের সমস্ত মহান সৃষ্টি ও কল্যাণকর কাজের অর্ধেকই নারী করেছে।
-
বিশ্বের সমস্ত কষ্ট ও দুঃখের কারণের অর্ধেকই নারী এবং অর্ধেকই পুরুষের।
উল্লেখ্য: এই কবিতার মাধ্যমে নজরুল নারীর অবদান ও সমতার গুরুত্ব তুলে ধরেছেন।

0
Updated: 1 month ago