A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
উত্তরের বিবরণ
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 2 weeks ago
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 6 days ago
A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
বিহারীলাল চক্রবর্তী
D
অমিয় চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা
-
পরিচয়: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
সাহিত্যকর্ম: আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা
-
বিশেষ শ্রদ্ধা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যায়িত করেন
-
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
সারদা মঙ্গল (শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
-
সাধের আসন (শেষ কাব্যগ্রন্থ, ‘সারদা মঙ্গল’ এর পরিশিষ্ট)
-
অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধু-বিয়োগ, প্রেম প্রবাহিণী, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, নিসর্গ সঙ্গীত, মায়াদেবী, দেবরাণী, বাউল বিংশতি
-

0
Updated: 6 days ago
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে?
Created: 2 weeks ago
A
আবুল ফজল
B
সৈয়দ সুলতান
C
শাহ্ মুহম্মদ সগীর
D
আলাওল
শাহ্ মুহম্মদ সগীর
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি, যিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত। তিনি ছিলেন রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি।
তাঁর রচিত ‘ইউসুফ-জুলেখা’ কাব্যই এই ধারার প্রথম সৃষ্টি। এই কাব্যে গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর স্তুতি রয়েছে। ধারণা করা হয়, গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago