৯) 'Security' এর পারিভাষিক শব্দ কোনটি?
A
আমানত
B
জামানত
C
বন্ধক
D
ইজারা
উত্তরের বিবরণ
আর্থিক ও আইনগত পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
---|---|
Security | জামানত |
Mortgage | বন্ধক |
Deposit | আমানত |
Lease | ইজারা |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা

0
Updated: 2 months ago
‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-
Created: 4 months ago
A
বুদ্ধিমান
B
বুদ্ধিজীবী
C
মননশীল
D
মেধাবী
• 'Intellectual' শব্দটির বাংলা পরিভাষা হলো—বুদ্ধিবাদী ও বুদ্ধিজীবী।
অন্যদিকে,
• Intelligent অনুবাদ করা হয় ‘বুদ্ধিমান’,
• Thoughtful বোঝায় ‘মননশীল’,
• আর Talented অর্থ ‘মেধাবী’।
উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 4 months ago
'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Created: 1 month ago
A
একাগ্রতায়
B
সমান ব্যবহারে
C
সম ভাবনায়
D
একযোগে
‘সমভিব্যাহারে’ শব্দটি হলো একটি ক্রিয়াবিশেষণ। এটি সংস্কৃত ও বাংলা মিলিতভাবে গঠিত। অর্থাৎ, শব্দটি গঠনের দিক থেকে দুই ভাষার সংমিশ্রণ।
শব্দটির অর্থ:
-
সঙ্গে
-
একসঙ্গে বা সংঘবদ্ধভাবে
অপরদিকে, ‘একযোগে’ শব্দের অর্থও হলো:
-
একত্রে
-
একসঙ্গে
-
যুগপৎ বা সম্মিলিতভাবে
সুতরাং, ‘সমভিব্যাহারে’ শব্দটির ব্যবহার মূলত ‘একযোগে’ অর্থে হয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
"ডেকে ডেকে হয়রান হচ্ছি।" - এ বাক্যে 'ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
পৌনঃপুনিকতা
B
কালের বিস্তার
C
বিরক্তি
D
অনুভূতি
দ্বিরুক্তি শব্দের উদাহরণ
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
ডেকে ডেকে হয়রান হয়েছি।
-
-
বিশেষণ রূপে:
-
এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
-
-
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
-
দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
-
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে:
-
দেখে দেখে যেও।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago