A
তালু স্পৃষ্ট
B
কণ্ঠ স্পৃষ্ট
C
দন্ত স্পৃষ্ট
D
ওষ্ঠ স্পৃষ্ট
উত্তরের বিবরণ
স্পৃষ্ট ব্যঞ্জন (Plosive Consonants)
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি বলা হয়।
উদাহরণ:
-
ফল, থলে, ঠাণ্ডা, ছুরি, খেলা – এখানে ফ, থ, ঠ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।
উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ:
-
ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ
-
দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ
-
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ
-
তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ
-
কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
"ডেকে ডেকে হয়রান হচ্ছি।" - এ বাক্যে 'ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 1 week ago
A
পৌনঃপুনিকতা
B
কালের বিস্তার
C
বিরক্তি
D
অনুভূতি
দ্বিরুক্তি শব্দের উদাহরণ
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
ডেকে ডেকে হয়রান হয়েছি।
-
-
বিশেষণ রূপে:
-
এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
-
-
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
-
দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
-
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে:
-
দেখে দেখে যেও।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
'অনীক' শব্দের অর্থ -
Created: 4 weeks ago
A
সূর্য
B
সমুদ্র
C
যুদ্ধক্ষেত্র
D
সৈনিক
‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।
• অনীক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √অন্+ঈক
অর্থ:
- যুদ্ধ।
- সেনাবাহিনী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 4 weeks ago
‘Superstitions’ শব্দের অর্থ –
Created: 4 weeks ago
A
জাদুবিদ্যা
B
সেতুবন্ধন
C
কুসংস্কারাচ্ছন্ন
D
উপাসনা
‘Superstitions’ শব্দের অর্থ হলো:
গ) কুসংস্কারাচ্ছন্ন
এটি এমন একটি বিশ্বাস বা ধারণা, যা যুক্তি বা বৈজ্ঞানিক ভিত্তিহীন, এবং সাধারণত ভীতি বা ভাগ্যের উপর নির্ভর করে। যেমন: কালো বিড়াল সামনে দিয়ে গেলে অশুভ হবে — এটি একটি কুসংস্কার।

0
Updated: 4 weeks ago