৬) 'থলে' শব্দে 'থ' কোন ধরনের স্পৃষ্ট ব্যঞ্জন?
A
তালু স্পৃষ্ট
B
কণ্ঠ স্পৃষ্ট
C
দন্ত স্পৃষ্ট
D
ওষ্ঠ স্পৃষ্ট
উত্তরের বিবরণ
স্পৃষ্ট ব্যঞ্জন (Plosive Consonants)
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি বলা হয়।
উদাহরণ:
-
ফল, থলে, ঠাণ্ডা, ছুরি, খেলা – এখানে ফ, থ, ঠ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।
উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ:
-
ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ
-
দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ
-
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ
-
তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ
-
কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 months ago
শীকর শব্দের অর্থ-
Created: 1 month ago
A
গাছের মূল
B
মেনে নেয়া
C
জলকণা
D
রাজত্ব
'শীকর ' বিশেষ্য বাচক শব্দ। যার অর্থ বাতাসে ভাসমান জলকণা।

0
Updated: 1 month ago
'পরশ্ব' শব্দটির অর্থ কী?
Created: 1 month ago
A
পরশু
B
পরের ধন
C
কোকিল
D
পার্শ্ববর্তী
পরশ্ব (বিশেষ্য ও ক্রিয়া-বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়)
-
শব্দটি সংস্কৃত থেকে এসেছে।
-
অর্থ:
-
আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন,
-
পরশু।
-
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'আরক্ত' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
লাল রং
B
রক্তবর্ণ
C
ইষৎ রক্তবর্ণ
D
গাঢ় লাল
শব্দার্থ
-
আরক্ত → ইষৎ রক্তবর্ণ
-
নিমিত্তে → অনুরোধ
-
শীকর → জলকণা
-
চলমান → গতিশীল
-
কর্বূর → রাক্ষস
-
উৎকোচ → ঘুষ
-
উৎকুন → উকুন
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago